এইকাল নিউজ:
মিলেছে পুর দফতরের ছাড়পত্র। সেখান থেকে নবান্নেও পৌঁছে গিয়েছে ফাইল। এবার মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশনের খসড়া মানচিত্র। আর সেটা হলেই আরও একধাপ এগোবে রাজ্যের অষ্টম পুরনিগম গঠনের কাজ।
মার্চের গোড়াতেই ব্যারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম জানিয়ে দিয়েছিলেন, প্রস্তাবিত কর্পোরেশনের খসড়া মানচিত্র পাঠিয়ে দেওয়া হয়েছে পুর দফতরে। প্রস্তাবিত এলাকার আট পুরপ্রধানও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে তাঁদের আপত্তি না থাকার কথা জানিয়েছিলেন। এবার পুরমন্ত্রীর দফতর থেকে পাশ হয়ে সেই ফাইল গত সপ্তাহে পৌঁছেছে নবান্নে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর তা যাবে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে। সেখান থেকে রাজ্যপালের অনুমোদন পেলেই তৈরি হয়ে যাবে অষ্টম পুরনিগম।
প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশনের খসড়া মানচিত্রে এই মহকুমার টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, কাঁচরাপাড়া, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর – এই আটটি পুরসভা ছাড়াও জেঠিয়া, কাউগাছি-এক ও মোহনপুর পঞ্চায়েতের পুরোটা এবং কাঁপা-চাকলা ও কাউগাছি-দুই পঞ্চায়েতের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য কর্পোরেশনে অন্তর্ভুক্তির খবর ছড়াতেই নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন পাঁচ পঞ্চায়েতের বাসিন্দারা। কারণ, এতে তরান্বিত হবে উন্নয়ন।