এইকাল নিউজ:
ক্রমবর্ধমান করোনা সংক্রমণে লাগাম টানতে ফের লকডাউনের পথে হাঁটল রাজ্য। মঙ্গলবার নবান্ন জানিয়েছে , 9 জুলাই, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে উত্তর 24 পরগনা ও কলকাতা-সহ রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন জারি হবে। আপাতত 14 দিনের জন্য এই লকডাউন ঘোষণা করা হলেও পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।
এদিন বদল আনা হয়েছে কনটেনমেন্ট জোনের সংঞ্জাতেও। প্রথমে এলাকা বা পাড়া ধরে কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হলেও পরবর্তীতে যে বাড়ি বা আবাসনে সংক্রমণ ধরা পড়ছিল, শুধু সেই বাড়ি বা আবাসনকেই কনটেনমেন্ট জোন করা হচ্ছিল। কিন্তু এদিন ফের সেই সিদ্ধান্ত বদল করে এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল। ফলে বাফার জোন বলে কিছু রইল না। বাফার জোনও কনটেনমেন্ট জোনে ঢুকে গেল।
জানা গিয়েছে, উত্তর 24 পরগনার প্রায় পুরোটাই এবং কলকাতার বিস্তীর্ণ এলাকাকে এদিন কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা পুরসভার 33টি ওয়ার্ড। এছাড়াও তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, সোনারপুর, মুকুন্দপুর-সহ বিস্তীর্ণ অঞ্চল, হাওড়া, হুগলি-সহ অন্যান্য জেলার একাধিক এলাকা। সমস্ত কনটেনমেন্ট জোনেই জারি হতে চলেছে লকডাউন।
নবান্ন জানিয়েছে, যেসব এলাকায় লকডাউন চলবে, সেখানে বন্ধ থাকবে দোকান, বাজার। তবে অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে।