Breaking
18 Apr 2025, Fri

রেকর্ড! রাজ্যে একদিনে মৃত্যু ২৫ জনের

এইকাল নিউজ:

Advertisement

করোনায় মৃত্যুতে ফের নয়া রেকর্ড। রাজ্যে একদিনে মৃত্যু হল ২৫ জনের। পাশাপাশি, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ৮৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর তিনদিন রাজ্যে ৮০০-র বেশি মানুষ সংক্রমিত হলেন।
ফলে এদিন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৩,৮৩৭ জন।
পাশাপাশি মৃতের সংখ্যাটাও নেহাত কম নয়। মোট মৃত্যু ৮০৪। যার মধ্যে ৪৩৮ জন কলকাতার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ৭,২৪৩ জন করোনা আক্রান্ত রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি এদিন আরও ৫৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫,৭৯০ জন।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০,১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ৬২ হাজার ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হল।

Developed by