Breaking
18 Apr 2025, Fri

সংক্রমণে ফের রেকর্ড! একদিনে আক্রান্ত ৯৮৬

এইকাল নিউজ:

সংক্রমণে ফের রেকর্ড গড়ল রাজ্য। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হল ২৪৮২৩। মৃত্যু হয়েছে ২৩ জনের, সুস্থ হয়েছেন ৫০১ জন। ফলে মোট মৃত ৮২৭, মোট সুস্থ ১৬২৯১।

এদিন কলকাতাও সংক্রমণে রেকর্ড করেছে। কলকাতায় আক্রান্ত ৩৬৬ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনায় ৬ জন, হাওড়ায় ৫ জন, মালদায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আরও ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনায় ২২৩ জন, হাওড়ায় ১০৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০৩ জন, মালদায় ৪৫ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে এদিন কলকাতায় ৯৮ জন, উত্তর ২৪ পরগনায় ৯০ জন, হাওড়ায় ৭৪ জন, মালদায় ৬৯ সুস্থ হয়েছেন। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ৪৬২ জন। সরকারি ৫৮২টি কোয়ারান্টাইনে এখন রয়েছেন ৫১৫২ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯৯৬৩৪ জনকে। হোম কোয়ারান্টাইনে রয়েছেন ৩৬৮২৪ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৩০৪৭১৯ জনকে। শ্রমিক স্পেশাল ট্রেন ফেরত পরিযায়ী শ্রমিকদের তথ্যে জানানো হয়েছে, ২৩২৬টি কোয়ারান্টাইন সেন্টারে ১০৬১৮ জন শ্রমিককে রাখা হয়েছে। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় ২৬১৬৭৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের ১০৬টি সেফ হোমে ৬৯০৮টি বেড রয়েছে এবং তাতে ৩০১জন রোগী রয়েছেন।

Developed by