এইকাল নিউজ:
ফের সংক্রমণে রেকর্ড গড়ল রাজ্য। রেকর্ড মৃত্যুতেও। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে সুস্থ হয়েছেন ৫৩৫ জন।
এদিন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হল ২৫৯১১। মোট মৃত্যু ৮৫৪। মোট সুস্থ ১৬৮২৬।
গত একদিনে শুধু কলকাতাতেই সংক্রমিত ৩২২, মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু ৪৫৭। শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৬ জন, হাওড়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ২ জন করে এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২৬৪ জন, হাওড়ায় ১৬৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন, হুগলিতে ৫৩ জনের সংক্রমণ ধরা পড়েছে।
পাশাপাশি, এদিন কলকাতায় এদিনও ২১৩ জন, উত্তর ২৪ পরগনায় ১২১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫৬ জন এবং হাওড়ায় ৪৭ জন সুস্থ হয়েছেন। কিন্তু বিপুল সংক্রমণের জেরে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬৪.৯৩ শতাংশে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮২৩১ জন। তার মধ্যে এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ৫২৬ জন।