Breaking
11 Apr 2025, Fri

অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

এইকাল নিউজ:

Advertisement

ফের অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলার জন্য রাষ্ট্রপুঞ্জে সম্মানিত হয়েছে এই রাজ্য। এই দুই প্রকল্পের সংবর্ধনার জন্যই মূলত ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন আয়োজিত এই ভার্চুয়াল বক্তৃতা সভায় ডাক পেলেন মমতা।

সূত্রের খবর, ওই বিতর্কসভায় বদলের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী।
বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভায় মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বাংলার উন্নয়নকে। রাজ্যে মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্প রয়েছে। তার মধ্যে কন্যাশ্রী, সবুজশ্রী, সজুবসাথী, খাদ্যসাথী, যুবশ্রী, আমার বাড়ি, সেফ ড্রাইভ সেফ লাইফ, জলস্বপ্ন-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রী সেগুলিকেই বিশ্ব দরবারে তুলে ধরবেন।

এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক মহলে বক্তৃতার জন্য আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৭ সালেও অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন তিনি। তার আগে ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

সাধারণত এই বক্তৃতা সভায় অংশগ্রহণ করে থাকেন বিভিন্ন দেশ বিদেশের বিশিষ্ট নেতা মন্ত্রীরা। তবে এবার আর সশরীরে নয়। করোনার জেরে এবার বিশ্বের সেরা ডিবেটিং সভা আয়োজিত হবে ভার্চুয়াল মাধ্যমে। যদিও এই ভার্চুয়াল স্বভার সময়সূচি এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য যে চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, ইতিমধ্যেই তা তিনি হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওই ভার্চুয়াল বক্তৃতায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে যথেষ্ট খুশি মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এই আমন্ত্রণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের মুকুটে যুক্ত করল নয়া পালক।

Developed by