Breaking
16 Apr 2025, Wed

রঞ্জিত মল্লিকের পর এবার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

এইকাল নিউজ:টলিউডের পরে আবার কোভিড হানা বলিউডে। শুক্রবার রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক সহ তাঁদের পরিবারের চারজনের কোভিড পজিটিভ বলে জানা গিয়েছিল। তাঁরা সবাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। টুইট করে জানিয়েছিলেন কোয়েল। আর এবার করোনা আক্রান্ত হলেন বিগবি অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। অমিতাভ ও অভিষেক দুজনেই ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি। ইতিমধ্যেই অমিতাভের বাড়ির সব সদস্যদের ও কর্মীদের কোভিড টেস্ট হয়েছে। ৭৭ বছরের অমিতাভ নিজে আবেদন জানিয়েছেন, শেষ কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন।অন্যদিকে, রাত ১১:৫৮ মিনিটে অভিষেক বচ্চন টুইট করে জানান, তিনি এবং তাঁর বাবা দুজনেরই করোনার মৃদু উপসর্গ আছে। দুজনেই ননানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে মানুষকে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন অভিষেক। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন জয়া বচ্চনকে। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন।প্রসঙ্গত, অমিতাভকে শেষবার দেখা গেছে সুজিত সরকারের গুলাবো সিতাবো ছবিতে । লকডাউনের কারণে অভিনেতা বাড়িতেই ছিলেন । তবে তাঁর শুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে।করোনা পরিস্থিতির মধ্যে একের পর এক নক্ষত্রকে চলে যেতে দেখেছেন ভক্তরা। তাই প্রিয় অভিনেতাকে ঘিরে আশঙ্কা বাড়ছেই। গত কয়েকদিনেও তিনি ট্যুইট করেছেন নিয়ম মেনে। শুক্রবারও ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। তাই কবে ঠিক অসুস্থ হলেন, তা এখনও জানা যায়নি।

Developed by