Breaking
18 Apr 2025, Fri

সুস্থই আছেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েল

এইকাল নিউজ:

সুস্থই আছেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক এবং পরিবারের বাকি সদস্যরা। শনিবার টুইটে নিজেই একথা জানান অভিনেতা।
রঞ্জিত মল্লিক টুইটে জানিয়েছেন, ‘প্রথমেই বলি, একদম সুস্থ আছি। করোনা হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সচেতন থাকতে হবে। ডাক্তারের বলে দেওয়া সব নিয়ম মানতে হবে। করোনা রুখতে সকলে সচেতন হোন, সেটাই বলব। মনের জোর রাখা দরকার। অকারণে ভয় পেলে হবে না। যেমন আমি বলছি, ১০০ শতাংশ নিশ্চিত, আমরা সকলে ভালো হয়ে যাব। আমি একটাই কথা বলতে চাই। আপনারা সাবধানে থাকুন।’

অন্যদিকে, কোয়েলও জানিয়েছেন, ‘আমরা সকলে সুস্থ আছি। বালিগঞ্জের বাড়িতে আমি আর কোয়েল হোম কোয়ারান্টাইনে রয়েছি। আমাদের ছেলে এই বাড়িতেই আছে। একদম সুস্থ আছে।’ নিশপল সিং রানে এবং কোয়েলের তরফে সকলকে বার্তা দেওয়া হয়েছে, ‘আপনারা সকলে সুস্থ থাকুন। সাবধানে থাকুন’।

Developed by