Breaking
18 Apr 2025, Fri

অসহায় মানুষদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা পিআইডি সাহস-এর

এইকাল নিউজ:

পিআইডি সাহস PID SAHAS (People In Distress- Support For Accessing Health Amenities For Survival) অনলাইনে বিনামূল্যে অসহায় মানুষদের জন্য চিকিৎসা পরিষেবা চালু করেছে। আপনারা যারা এই সুযোগ নিতে চান বা অসহায় মানুষদের সহায়তা দিতে চান তাঁরা https://peopleindistress.in-এ প্রবেশ করে হলদু রং-এর লেখা Medical Assistance ক্লিক করলেই একটি ফর্ম খুলে যাবে। খুব সহজেই ২ থেকে ৩ মিনিটের মধ্যে ফর্মটি ফিলাপ করা যায় (শুধুমাত্র রোগির রক্তচাপ ও পালস রেট (নাড়ির স্পন্দন)টি উল্লেখ করবেন। এছাড়া যদি কোনও রিপোর্ট থাকে তা উল্লেখ করবেন। রোগির হয়ে যে কোনও মানুষ তাঁর অ্যান্ড্রয়েড ফোন থেকে বা কমপিউটার থেকে এই ফর্ম ফিলাপ করে দিয়ে সাহায্য করতে পারেন। PID SAHAS চিকিৎসকদের কাছে রোগির বিবরণ পাঠিয়ে দেবেন। চিকিৎসকের সময় মত রোগীর সঙ্গে স্বেচ্ছাসেবী কর্মীরা কনফারেন্স লাইনে রোগির চিকিৎসকের সঙ্গে যোগসূত্র গড়ে দেবেন। ভারত সরকারের টেলিমেডিসিন গাইডলাইন মেনে PID SAHAS এই পরিষেবা চালু করেছে। সকলেই এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারেন। প্রসঙ্গত, পিপল ইন ডিস্ট্রেস লকডাউন সময়কালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ই-পাশ ও শ্রমিক পাশের কাজে অনলাইনে সহায়তা দিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষকে ১৭টি রাজ্য থেকে ফিরিয়ে আনার সহায়তা দিয়েছেন। এই কাজের পর পিপল ইন ডিস্ট্রেস টেলিমেডিসিনের কাজ শুরু করেছেন। পিপল ইন ডিস্ট্রেস–এর পক্ষ‌ থেকে গ্রুপের অন্যতম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক সুকুমার মিত্র জানিয়েছেন, অসহায় মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা দ্রুত পৌঁছে দিতে এই টেলিমেডিসিন পরিষেবা তাঁরা প্রসারিত করেছেন।

Advertisement
Developed by