এইকাল নিউজ:
রাজ্য করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তারই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে সামনের সারিতে কাজ করা পুলিশ কর্মীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির ঘটনা।
গত সপ্তাহে প্রকাশিত কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৩। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য পুলিশেরও ৫৮০ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। ফলে সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১২০০ জনেরও বেশি পুলিশ কর্মী ও আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জন পুলিশের।
তবে আশার কথা, সুস্থতার হারও ভালোই। ইতিমধ্যেই কোভিড জয় করে সুস্থ হয়ে উঠেছেন কলকাতা পুলিশের ৫২৯ জন। রাজ্য পুলিশেও সুস্থ হয়ে উঠছেন সিংহভাগই।
কসবা থানায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন, চারু মার্কেট থানায় আক্রান্ত ১১ জন। আক্রান্তের নিরিখে শহরে প্রায় সব থানায় কম বেশি একই চিত্র। এই অবস্থায় থানায় কাজ করার সময় যাতে পুলিশকর্মীদের নিজেদের মধ্যে দূরত্ব বজায় থাকে তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে শহরের বেশ কিছু থানা।
রাজ্য পুলিশের মধ্যে সবথেকে বেশি পুলিশ করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া কমিশনারেটে। সেখানে ৬৭ জন সংক্রমিত। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন হাওরা সিটি পুলিশের এক কর্মী।
বিধান নগর কমিশনারেটে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫২ জন। ব্যারাকপুরে ৪৯ জন। বারুই পুরে ৩৭ জন, ডায়মন্ড হারবার জেলা পুলিশ ৩৫ জন, হওড়া গ্রামীণ পুলিশে ৩১ জন, দক্ষিণ দিনাজপুরে ২২ জন বসিরহাটে ৪ জন এবং মৃত্যু হয়ে এক জনের। পূর্ব মেদিনীপুরে করোনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে আক্রান্ত হয়েছেন দু’জন।
এছাড়াও অন্যান্য জেলা পুলিশ কমিশনারেট , ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি স্টেট আর্মড ফোর্সের (স্যাফ) বিভিন্ন ব্যাটেলিয়ান শিয়ালদহ, শিলিগুড়ি জিআরপি, সিআইডি, টেলিকম বিভাগ, আর্থিক দুর্নীতি বিভাগ-সহ পুলিশের প্রায় সব মহলেই হানা দিয়েছে করোনা।