Breaking
11 Apr 2025, Fri

নৈহাটি স্টেডিয়ামে ৮৬ শয্যার সেফ হোম, উদ্যোগ বিধায়ক পার্থর

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

Advertisement

করোনা মোকাবিলায় নৈহাটি পুরসভার উদ্যোগে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে চালু হল সেফ হোম পরিষেবা। সোমবার দুপুরে এই সেফ হোম সেন্টারের উদ্বোধন করেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন নৈহাটির মুখ্য পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য সনৎ দে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের সুপার অনুভা কয়াল নৈহাটি থানার আইসি শুভ্রজিৎ মজুমদার প্রমুখ।

হোম আইসোলেশনে থাকলে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণ ও অক্সিজেন-সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা মেলে না। ফলে অনেক সময়ই ঝুঁকি বেড়ে যায়। আবার হাসপাতালে বেডের সমস্যাও থাকে। সেই কারণেই সম্প্রতি গোটা রাজ্যে ১০৪টি সেফ হোম সেন্টার গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই নৈহাটির এই স্টেডিয়ামে ৮৬ আসন বিশিষ্ট সেফ হোম সেন্টার গড়ার উদ্যোগ নেন বিধায়ক। করোনা আক্রান্ত, যাঁদের মৃদু উপসর্গ থাকবে, তাঁদের এই সেফ হোমে রাখা হবে। পুরুষ ও নারীদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে । থাকছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ওষুধপত্রের ব্যবস্থাও। দু’বেলা চিকিৎসকরা নিয়ম করে সেফ হোমে থাকা রোগীদের পর্যবেক্ষণ করবেন। সবসময় পরিষেবা দেবেন নার্সরা। রোগীরা বাড়ির খাবারও খেতে পারবেন।

নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্যেই সরকার বিনামূল্যে কোভিড চিকিৎসার ব্যবস্থা করেছে। এখানেও বিনামূল্যে মানুষ প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাবেন সরকারি হাসপাতালের চিকিৎসকদের দ্বারা। শুধু নৈহাটি নয়, বীজপুর, জগদ্দল, ভাটপাড়া-সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই সেফ হোমে সুচিকিৎসা পরিষেবা পাবেন । গোটা দেশেই করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে, তাই সেফ হোম পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হল, যাতে কেউ বিনা চিকিৎসায় না মারা যান।’

Developed by