শোভনলাল রাহা, এইকাল নিউজ:
বিডিওর পর এবার করোনা আক্রান্ত হলেন নৈহাটি থানার গরিফা আউট পোস্ট (হাজিনগর ফাঁড়ি)-র অফিসার ইনচার্জ (ও.সি) উত্তমকুমার সরকার।
করোনাকালীন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে নিজের ফাঁড়ি এলাকায় কাজ করেছেন উত্তমবাবু। সম্প্রতি তিনি অসুস্থ বোধ করায় কোভিড টেস্ট করান। বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।
অত্যন্ত দক্ষ এই সাব ইন্সস্পেক্টর জানিয়েছেন, তিনি সুস্থ হলেই, যত দ্রুত সম্ভব ফের কাজে যোগ দেবেন এবং আগের মতোই করোনা মোকাবিলায় কাজ করবেন। তার এই মনের জোর স্বভাবতই অন্য পুলিশ অফিসার ও কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। উত্তমবাবু জানিয়েছেন, প্রথম দিকে কয়েকদিন জ্বর থাকলেও বর্তমানে তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলেই মনে করছেন তিনি।
অন্যদিকে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত, ঘোলা থানার সাব ইনসপেক্টর (পিসি.ওসি) এস মিশ্রা। তিনিও করোনাকালীন পরিস্থিতিতে ফ্রন্ট লাইনার হিসাবে দাপটের সঙ্গে কাজ করছিলেন।
এদিকে ব্যারাকপুর-এক ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ নিজেও করোনা আক্রান্ত। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিডিও করোনা আক্রান্ত হওয়ায় পানপুরের বিডিও অফিসটি স্যানিটাইজ করা হয়েছে।
ফোনে তুহিনকান্তিবাবু জানান, কয়েকদিন ধরেই জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তিনি। ফলে তিনি কোভিড টেস্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসায় তিনি নিজে থেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
গোটা নৈহাটি থানা এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ১২৯ জন করোনা আক্রান্ত। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।