Breaking
11 Apr 2025, Fri

জামিনে মুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

এইকাল নিউজ:

Advertisement
জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
আই-কোর চিটফান্ডকাণ্ডে নাম জড়ানোয় ২০১৮ সালের ২০ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে চিটফান্ডের টাকা অন্যত্র সরাতে সাহায্য করার অভিযোগ এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গ্রেফতারির সময় কলকাতার একটি প্রথম শ্রণির দৈনিকের সম্পাদক ছিলেন সুমনবাবু। তাঁকে গ্রেফতার করে ভুবনেশ্বর নিয়ে যায় সিবিআই। সেই থেকে তাঁর ঠাঁই হয়েছিল কারাগারে। পরবর্তীতে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু সেখানে ক্রমশ বাড়ছে করোনা রোগীর চাপ। ফলে অসুস্থ সুমনবাবুও করোনা সংক্রমিত হতে পারেন বলে
আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবীরা। আদালত এই মেনেই তাঁর জামিন মঞ্জুর করে।

স্ত্রী কস্তুরী চট্টোপাধ্যায়ই সুমনবাবুর জামিন পাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন। সঙ্গে রায়ের প্রতিলিপিও পেশ করেছেন তিনি।

বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে
ভিডিও কনফারেন্সিংয়ে শুনানিতে সুমনবাবুর আইনজীবীরা সওয়াল করেন। এরপরই আদালত রায়ে জানায়, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি সুমন চট্টোপাধ্যায়ের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটাই তাঁর জামিন পাওয়ার জন্য যথেষ্ট। নিম্ন আদালতের অনুমতি নিয়ে সুমন চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

Developed by