Breaking
11 Apr 2025, Fri

পিআইডি সাহস-এর উদ্যোগঃ স্মরণে, মননে মহাশ্বেতা

এইকাল নিউজ:

স্মরণে মননে মহাশ্বেতা। ওয়েবনিয়ারের মাধ্যমে ২৮ জুলাই, ২০২০ মঙ্গলবার মহাশ্বেতা দেবীর ৫ম মৃত্যুবার্ষিকীতে বেলা ৪.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে স্মরণসভা।পিপল ইন ডিস্ট্রেস-এর PID SAHAS (পিআইডি সাহস) এই সভার আয়োজন করেছে।
গুগুল মিটের মাধ্যমে এই সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও পিআইডি-র প্রধান ডাঃ দেবপ্রিয় মল্লিক। বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক ও মহাশ্বেতা দেবীর ঘনিষ্ট ব্যক্তিত্ব মনোরঞ্জন ব্যাপারী। বক্তা হিসেবে থাকছেন মহাশ্বেতা দেবীর হিন্দি ভাষায় জীবনীকার মহাত্মা গান্ধী অন্তরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কৃপাশঙ্কর চৌবে। বক্তব্য রাখবেন মহাশ্বেতা দেবীকে নিয়ে তথ্যচিত্র নির্মাতা জোশি যোশেফ। মহাশ্বেতা দেবীর ৩২ বছরের আপ্ত সহায়ক পীযুষ চট্টোপাধ্যায়। মহাশ্বেতা দেবীর উপন্যাস ‘এলাটিং, বেলাটিং, সইলো’-র নায়িকা ও লেখিকা তহমীনা খাতুন। যাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী তাঁরা নিজেদের মোবাইল ফোনে বা কমপিউটারে গুগুল মিট অ্যাপটি ডাউনলোড করে রাখুন। সভার আগের দিন সোমবার আগ্রহীদের হোয়াটস অ্যাপ নম্বরে লিংক পাঠিয়ে দেওয়া হবে। আগ্রহীরা সভার সঞ্চালক সাংবাদিক সুকুমার মিত্রকে (9433125020) হোয়াটস অ্যাপে নাম ও হোয়াটস অ্যাপ নম্বর জানিয়ে রাখুন। সভার লিংক ক্লিক করেই আপনি সভার ১৫ মিনিট আগেই সভায় উপস্থিত হতে পারবেন। অনলাইন এই স্মরণসভাকে ঘিরে মহাশ্বেতা দেবীর গুণগ্রাহীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে।

Advertisement
Developed by