এইকাল নিউজ: আজ থেকে লকডাউন সমগ্র বীজপুর। চলবে 1 আগস্ট পর্যন্ত। বীজপুর থানা এলাকায় 27 জুলাই, সোমবার থেকে জারি হওয়া এই লকডাউনে ওষুধ ও জরুরি পরিষেবা ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। একই ভাবে গত 23 জুলাই থেকে লকডাউন চলছে নৈহাটিতে। চলবে 30 জুলাই পর্যন্ত। বাস ছাড়া অন্যান্য সব গণ পরিবহণ বন্ধ। স্থানীয় টোটো, অটো, রিক্শা চালকদের সমস্ত ইউনিয়ন যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানান, প্রশাসনিক কোনও সিদ্ধান্ত কারও ওপর চাপিয়ে দেওয়া হয়নি। নিজেদের ও সমগ্র এলাকার সুরক্ষার স্বার্থে স্থানীয় হকার, ব্যবসায়ী ও গণ পরিবহণের সঙ্গে যুক্ত ইউনিয়নগুলি প্রশাসনকে সঙ্গে নিয়ে লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এলাকাভিত্তিক এই লকডাউনের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে বীজপুরে। অন্যদিকে, নৈহাটিতেও লকডাউন মোটের ওপর সফল। রাস্তাঘাট শুনশান। বন্ধ দোকান-বাজার। এরই মধ্যে চলছে রাজ্যজুড়ে সপ্তাহে দু’দিনের লকডাউনও। এখন দেখার, বীজপুর-নৈহাটির ক্রমবর্ধমান করোনা সংক্রমণের গ্রাফ নামাতে কতটা সক্ষম হয় এলাকাভিত্তিক এই লকডাউন।