Breaking
11 Apr 2025, Fri

নক্ষত্র পতন, প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

এইকাল নিউজ: রাজ্য

Advertisement
রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল 78 বছর। বুধবার গভীর রাতে একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । গত ২১ জুলাই শরীরে ক্রিয়েটিনিন এর মাত্রা বাড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 1972 থেকে 2006 সাল অবধি শিয়ালদার বিধায়ক ছিলেন।
বঙ্গ রাজনীতিতে যখনই তৃনমূল কংগ্রেসকে নিয়ে আলোচোনা হবে, তখনই এসে যাবে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির নাম।
কারণ তাঁর সঙ্গে বিরোধের জেরেই কংগ্রেস থেকে বহিষ্কৃত হন মমতা বন্দোপাধ্যায়। এবং নতুন দল তৈরি করেন। সেই দল ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়।রাজনীতি এমনই যে পরিবর্তনের সেই মুহূর্তে কংগ্রেস ছেড়ে মমতার পাশেই ছিলেন সোমেনবাবু। তিনি তখন তৃনমূল সাংসদ।
কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে আসার মাঝের এই সময়টায় প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেছিলেন সোমেন। সেটা ২০০৭-’০৮ সাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এর পর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। ২০০৯ সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদও নির্বাচিত হয়েছিলেন সোমেন। তবে, পাঁচ বছর অতিবাহিত করতে না করতেই ২০১৪-র লোকসভা ভোটের আগে তিনি কংগ্রেসে ফেরেন।

অনেক দিন আগেই আমহাস্ট স্ট্রিট ছেড়ে দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে চলে গিয়েছিলেন।
কিন্তু আজ বোধহয় সব চেয়ে কান্না সেই পাড়ায়। তাঁদের ছোড়দা নেই।সোমেনবাবুর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মৃত্যুতে বাংলার রাজনীতিতে একটি অধ্যায় শেষ হল।

Developed by