Breaking
11 Apr 2025, Fri

‘করোনা যুদ্ধে মমতা’- বই প্রকাশে ব্যতিক্রমী প্রয়াস বঙ্গ নিউজের

এইকাল নিউজ:

Advertisement

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠনমূলক ভূমিকা নিয়ে বই প্রকাশ করল বঙ্গ নিউজ। এহেন উদ্যোগ রাজ্যে এই প্রথম বলে দাবি বঙ্গ নিউজ পোর্টালের সম্পাদক জামিতুল ইসলামের।

প্রকাশিত বইটির নাম ‘করোনা যুদ্ধে মমতা’। করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব অচল। আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার সঙ্গে মানুষের লড়াই জীবন-মৃত্যুর। তার থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্যও। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহামারী মোকাবিলায় গত তিন মাসে নানা কর্মসূচি নিয়েছেন। তার ওপর ভিত্তি করেই বঙ্গ নিউজের পক্ষ থেকে এই বিশেষ বই বলে জানিয়েছেন সম্পাদক।

জামিতুল ইসলাম জানান, এই সংকলনে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন , গায়ক কবীর সুমন , শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় , মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়রা নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতার দুঃসাহসিক পদক্ষেপ তুলে ধরেছেন। আলোকপাত করেছেন বহু বিশিষ্ট অধ্যাপক , চিকিৎসক, সাংবাদিক।

মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশ হয়। তিনি এই বইটির ভূয়সী প্রশংসাও করেছেন। রাজীববাবু বলেন, ‘করোনা যুদ্ধে মমতা বইটি প্রকাশ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।খুবই সুন্দর বই। যাঁরা এই বইটি পড়বেন, তাঁরা নিশ্চিত ভাবে সমৃদ্ধ হবেন এবং প্রত্যেকের খুব ভালো লাগবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর অভিজ্ঞতার সঞ্চার করতে পারবেন এবং আগামীদিনে কাজেরও স্পৃহা বাড়বে।’

বই প্রকাশের ভার্চুয়াল সভায় প্রধান অথিতি ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, করোনা সংক্রমণের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দীপ্ত ভূমিকা নিয়েছিলেন, তেজদীপ্ত ভূমিকা ছিল তাঁর। তিনি রাস্তায় নেমে মানুষের ঘরে ঘরে গিয়ে যেভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন, সেই বিষয়েই বঙ্গ নিউজের এডিটর জামিতুল ইসলামের সম্পদনায় করোনা যুদ্ধে মমতা গ্রন্থটি সংকলিত হয়েছে। বইটি যদি পাঠকের ভালো লাগে, আমি খুব খুশি হব।মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখনও শেষ হয়নি। তিনি এখনও লড়াই করছেন। এই লড়াইয়ে তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এটুকু জানাতে চাই যে, তাঁর লড়াইয়ে আমরা সবাই তাঁর সঙ্গেই আছি।’

বইটির ভূয়সী প্রশংসা করেছেন সংগীত শিল্পী কবির সুমন , শুভাপ্রসন্ন ভট্টাচার্য , কবি সুবোধ সরকাররাও।

Developed by