এইকাল নিউজ:
আসন্ন 2021 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সর্বত্র ঢেলে সাজানো হচ্ছে তৃণমূলের সংগঠন। সাংগঠনিক কাজে গতি আনতে এবং স্বচ্ছ ভাবমূর্তি উজ্জ্বল করতে বিভিন্ন জায়গায় রদবদল ঘটানো হচ্ছে। যদিও জেলা নেতৃত্ব এই খবরের ক্ষেত্রে কোনও মন্তব্য করতে চাননি। নৈহাটির বিধায়ক তথা জেলা নেতা পার্থ ভৌমিককে এই নতুন কমিটির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, কমিটি এখনও গঠিত হয়নি। তাই কে কী পদ পাবেন এই প্রশ্ন অবান্তর।’
এইকালের পক্ষ থেকে এই প্রতিবেদন রাজনৈতিক গোপন সূত্রে প্রাপ্ত। শেষ পর্যন্ত কিছু ক্ষেত্রে রদবদল হলেও হতে পারে।
নৈহাটি শহর তৃণমূলের সভাপতি পদে দীর্ঘদিন ধরে রয়েছেন বর্ষীয়ান নেতা অশোক চট্টোপাধ্যায়। তিনি দল ক্ষমতায় আসার আগে থেকে নৈহাটি শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি। বাম আমলে সিপিএমের হার্মাদ বাহিনী তাঁকে খুনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ। তখন তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন নৈহাটি এলাকায় হাতে গোনা। কর্মী দরদী আবেগপ্রবণ নেতা অশোক চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র আদর্শ মনে করে এখনও দিনে অন্তত 16 ঘন্টা দলের জন্য দলীয় কার্যালয়, পুরসভা ও রাস্তায় সময় কাটান। করোনা মহামারীর মধ্যেও তিনি দলের হোলটাইমার হিসাবে কাজ করে যাচ্ছেন। দলও তার স্বীকৃতি স্বরূপ তাঁকে নতুন কমিটিতেও শহর তৃণমূলের সভাপতি পদে রেখে দিচ্ছে বলে জানা যাচ্ছে। তবে নৈহাটি শহর তৃণমূল কমিটিকে রেলের পূর্ব পার ও পশ্চিম পারে দু’ভাগে ভাঙা হচ্ছে বলে খবর। 31 টি ওয়ার্ডের নৈহাটি পুর এলাকার কলেবরের কথা মাথায় রেখেই নৈহাটি শহর তৃণমূলের কমিটিকে দুইভাগে ভাগ করা হচ্ছে। পূর্ব পারের শহর তৃণমূলের দায়িত্ব পাচ্ছেন এতদিনের নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সনৎ দে। আর পশ্চিম পারের দায়িত্বে বহাল থাকছেন পুরোনো সভাপতি অশোক চট্টোপাধ্যায়।
হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আসতে চলেছেন স্বচ্ছ ভাবমূর্তির প্রণব লোহ। প্রণব লোহ এতদিন যুবর সভাপতি ছিলেন। 40 এর গেরোয় তাঁরও যুব সভাপতি পদ থেকে অপসারণ হয়েছে। হালিশহর শহর তৃণমূলের সভাপতির দৌড়ে ছিলেন চারজন। এঁরা হলেন প্রণব লোহ, প্রবীর সরকার, মৃত্যুঞ্জয় (শিবা) ঘোষ ও দীপঙ্কর (লোটন ) চক্রবর্তী।
তবে পিকে টিমের রেকমেন্ডেশনে এবং দলের উচ্চ নেতৃত্বের গ্রিন সিগনালে প্রণব লোহর প্রমোশন হচ্ছে বলেই রাজনৈতিক সূত্রের খবর। হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হতে পারে প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়কে। হালিশহর যুব তৃণমূলের সভাপতি হচ্ছেন প্রাক্তন ছাত্রনেতা শুভঙ্কর ঘোষ।
কাঁচরাপাড়া শহর তৃণমূলের সভাপতি পদে বহাল থাকছেন খোকন তালুকদার। তিনি দলের দুর্দিনের কর্মী। বাম জমানায় বীজপুরজুড়ে যখন লাল সন্ত্রাস চলত বলে অভিযোগ, তখন খোকন তালুকদার তৃণমূল কংগ্রেস করেছেন ধারাবাহিক ভাবে। কাঁচরাপড়ার যুব তৃণমূল সভাপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কৌতূহল ছিল। কারণ, যুবর সভাপতি সুজিত দাস 40 এর গেরোয় পড়ায় সরতে হয়েছে তাঁকে। তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে জোর চর্চা চলছিল। চার জনের নাম গিয়েছিল জেলায়। তাঁরা হলেন– কমল অধিকারী, রাজা সরকার, মলয় ঘোষ ও সৌম চক্রবর্তী। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, কমল অধিকারীর নাম যুব সভাপতি হিসাবে ঠিক হয়েছে।
তৃণমূল যুব সংগঠনের ক্ষেত্ৰে বয়সের সীমা ধার্য করা হয়েছে 40 বছর। ইতিমধ্যেই সেই অনুযায়ী রাজ্যের বহু জেলা ও শহরের যুব সভাপতি বদল হয়েছে।
এই জেলাতেও যুব সভাপতি বদল হয়েছে কয়েকদিন আগেই। এবার বিভিন্ন শহরে যুব তৃণমূলের সভাপতি বদল হচ্ছে 40 এর গেরোয়। বেশির ভাগ ক্ষেত্রেই তুলে আনা হচ্ছে তৃণমূল ছাত্র সংগঠনের স্বচ্ছ ভাবমূর্তির নেতানেত্রীদের।
যুব তৃণমূল কংগ্রেসে তারুণ্যকে প্রাধান্য দিয়ে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা স্বচ্ছ ভাবমূর্তির একঝাঁক নতুন মুখকে তুলে আনা হচ্ছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন শহর কমিটির মাথায়। আর ঠিক এই কারণেই নৈহাটি যুব তৃণমূলের সভাপতি পদে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অভিজিৎ দত্তকে বসানো হচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে বাম জমানায় বুক চিতিয়ে সাহসিকতার সঙ্গে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি অভিজিতের। পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদের ব্যারাকপুর মহকুমার সভাপতি ছিলেন তিনি।অন্যদিকে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হতে চলেছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আর এক দাপুটে নেতা শুভঙ্কর ঘোষ ওরফে সোনাই। সোনাইও বাম জমানায় দাপটের সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন। জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হতে চলেছেন তুলিকা ঘোষ। অর্জুন গড় ভাটপাড়ার বাসিন্দা তুলিকাও ছাত্র রাজনীতির এক সফল নক্ষত্র। তুলিকার ছাত্র রাজনীতিতে হাতেখড়ি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেনস-এ। পরবর্তীতে তুলিকা ব্যারাকপুর মহকুমার তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী হিসাবেও বেশ জনপ্রিয় ছিলেন। বর্তমানে তুলিকা উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক।
ফলে দেখা যাচ্ছে ভোটগুরু পিকের দাওয়াই মেনে একদিকে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের তুলে আনা, আর ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্রদের যুব তৃণমূলে তুলে 2021-এর ময়দানে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।