Breaking
11 Apr 2025, Fri

সুখবর! অক্টেভ ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টার থেকেই মিলবে নারায়ণা গ্রুপ অব হাসপাতালের অনলাইন চিকিৎসা

এইকাল নিউজ: কোভিড বিপর্যয়ে আমরা সবাই আতঙ্কে দিন কাটাচ্ছি। এমন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে, শারীরিক কোনও অসুস্থতা তৈরি হলেও আমরা হাসপাতালে যেতে চাইছি না। ভয়, পাছে এক রোগের চিকিৎসা করাতে গিয়ে করোনা সংক্রমণ নিয়ে বাড়ি ফিরতে হয়! এমনকী, সাধারণ ডাক্তারখানায় গিয়ে চিকিৎসকের মুখোমুখি হতেও ভয় পাচ্ছি আমরা। যেহেতু চিকিৎসক সারাদিনে বহু রোগীর সংস্পর্শে আসছেন, তাই এই ভয় অমূলকও নয়। কিন্তু এভাবেই অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যাগুলো বেড়ে গিয়ে ভয়ঙ্কর আকার নিতে পারে। যা করোনার চেয়েও বড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে তাই এলাকাবাসীর জন্য বড় সুযোগ এনে দিল অক্টেভ ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টার। কল্যাণীর মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় লাগোয়া এই চক্ষু হাসপাতাল থেকেই এবার ন্যূনতম খরচে মিলছে অনলাইন চিকিৎসা পরিষেবা। যেখানে রোগীর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে অনলাইন চিকিৎসা পরিষেবা দেবেন নারায়ণা গ্রুপ অব হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সম্প্রতি অক্টেভের সঙ্গে এবিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে নারায়ণা গ্রুপ অব হাসপাতাল।এর ফলে অনায়াসেই সংক্রমণের ভয় এড়িয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন রোগী। এবং প্রয়োজন অনুযায়ী নারায়ণা গ্রুপের যে কোনও হাসপাতালে মিলবে সরাসরি ভর্তির সুযোগও। এক্ষেত্রে নারায়ণা গ্রুপ অব হাসপাতালের পক্ষ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, তাদের বারাসতের শাখাটি সম্পূর্ণ ‘নন কোভিড’ হাসপাতাল হিসাবেই পরিষেবা দিয়ে চলেছে। তাই রিস্ক ফ্যাক্টর নেই বললেই চলে।কিন্তু কীভাবে মিলবে অক্টেভ থেকে এই অনলাইন চিকিৎসা পরিষেবা? কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীকে এক্ষেত্রে প্রথমে যোগাযোগ করতে হবে অক্টেভে। জানাতে হবে তিনি কোন বিভাগের চিকিৎসকের পরামর্শ চাইছেন। সেই অনুযায়ী অক্টেভ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্ট করবে। এরপর নির্দিষ্ট সময়ে রোগীকে পৌঁছতে হবে অক্টেভে। সেখানেই নির্দিষ্ট চেম্বারে নারায়ণা গ্রুপের নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে রোগী ও চিকিৎসককে অনলাইনেই মুখোমুখি বসিয়ে দেবেন অক্টেভ কর্তৃপক্ষ। নারায়ণা গ্রুপের কোনও হাসপাতালের আউটডোরে গিয়ে ডাক্তার দেখাতে হলে ফিস দিতে হয় 800 টাকা। পাশাপাশি এই আনলক পরিস্থিতিতে যাতায়াতের বিপুল ঝক্কি ও খরচ তো রয়েইছে। সেই সঙ্গে রয়েছে করোনা আতঙ্ক। সেখানে অক্টেভের মাধ্যমে এই অনলাইন চিকিৎসার ফিস মাত্র 600 টাকা।উল্লেখ্য, করোনা পরিস্থিতিতেও উন্নতমানের চক্ষু চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে অক্টেভ ডায়াগনস্টিক অ্যান্ড আই কেয়ার সেন্টার। দিয়ে চলেছে বিভিন্ন ডায়াগনস্টিক পরিষেবাও। এরই মধ্যে এই অনলাইন চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে এলাকাবাসীকে বাড়তি সুবিধা দেবে বলেই আশাবাদী অক্টেভ কর্তৃপক্ষ।

Developed by