Breaking
11 Apr 2025, Fri

শান্তিনিকেতনে শান্তি ফেরানোর দাবিতে নৈহাটিতে প্রতিবাদ মিছিল

এইকাল নিউজ: নৈহাটি সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতনে সার্বিক শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশে নৈহাটির সর্বস্তরের সংষ্কৃতিপ্রেমী মানুষ প্রতিবাদ মিছিলে শামিল হলেন। রবিবার, 6 সেপ্টেম্বর বিকেলে নৈহাটি ঐকতান মঞ্চের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল নৈহাটি শহর পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিলের আহবায়ক ছিলেন বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ও বঙ্গীয় সাহিত্য পরিষৎ এর সম্পাদক শিক্ষাবিদ ড.রতনকুমার নন্দী।

Advertisement


বিশ্বভারতীর পাঁচিল বিতর্কে উত্তপ্ত রাজ্য। এর আঁচ পড়েছে রাজনীতিতেও। বলা ভালো, বিশ্বকবির ঐতিহ্যের বিশ্বভারতীর পাঁচিল ভেঙে সাধারণ মানুষের প্রতিবাদের এই ঘটনায় ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন রাজনীতির কারবারিরা। আর সামগ্রিক এই পরিস্থিতির বিরুদ্ধে গর্জে উঠল নৈহাটির বুদ্ধিজীবী মহল। 

রতনকুমার নন্দী বলেন, ‘জীবনের সার্বিক বিকাশের সঙ্গে শিক্ষা বিজড়িত বিশ্বভারতীর এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে প্রাকিতিক পরিবেশ ও সনাতন ভারতীয় মূল্যবোধের সমন্বয়ে মানব চরিত্রের সার্বিক বিকাশের সঙ্গে বিশ্বভারতীর কর্মদ্যোগ জড়িত। একটি চার দেওয়ালের শিক্ষায়তনে শিক্ষাকে গণ্ডিবদ্ধ করার প্রয়াসকে কখনওই গুরুদেব রবীন্দ্রনাথ সমর্থন করতেন না। তিনি আধুনিক শিক্ষা ভাবনার সাথে কর্মশিক্ষাকে সমন্বিত করে মানুষকে অর্থনৈতিক ক্ষেত্রেও স্বনির্ভর করতে চেয়েছিলেন। তাঁর এই মহৎ ভাবনার ফলেই গড়ে উঠেছে শ্রীনিকেতন। যার ফলে বাংলা শিল্পচর্চায় শান্তিনিকেতনী শব্দটি ওতেপ্রাত ভাবে জড়িয়ে আছে।’ 

এছাড়াও এই মিছিলে শামিল হন শিক্ষক আশিসকুমার মুখোপাধ্যায়, সাংবাদিক সুনীতি মালাকার, সঙ্গীতজ্ঞ রাজা চট্টোপাধ্যায়, ইউনিটি মালঞ্চের অন্যতম কর্ণধার তথা নাট্য কর্মী দেবাশিস সরকার, মুকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী, বঙ্কিম গবেষক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, এইকাল এর সম্পাদক তথা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সদস্য শোভনলাল রাহা প্রমুখ।

Developed by