Breaking
18 Apr 2025, Fri

শিক্ষক দিবস: নৈহাটির ঐকতানে দু’দিনের মহা সম্মাননা জ্ঞাপন

সায়ন্তন কুণ্ডু, এইকাল নিউজ: শিক্ষকদের আদর্শগত ও মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পেশাগত অবদানকে স্মরণে-বরণে-শ্রদ্ধায় পালন করার উদ্দেশে প্রায় ১৫০০-রও বেশি শিক্ষককে দু’দিন ব্যাপী সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হল। নৈহাটির ঐকতান মঞ্চে শনি ও রবিবার এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তনু কুণ্ডু।

Advertisement
নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তনু কুণ্ডুকে সম্মানিত করছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। রবিবার নৈহাটির ঐকতানে।

বিভিন্ন বাংলা ও ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের পাশাপাশি অনেক হিন্দি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির পুর-প্রশাসক অশোক চট্টোপাধ্যায়। ছিলেন কানাইলাল আচার্য, সনৎ দে প্রমুখ । শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ছিলেন ,আছেন ও ভবিষ্যতেও থাকবেন ।

বক্তব্য রাখছেন বিধায়ক পার্থ ভৌমিক। রবিবার নৈহাটির ঐকতানে।


একজন যথার্থ শিক্ষকই পারেন ছাত্রের মধ্যে যথাযথ মনন, বুদ্ধি ও চিন্তার রূপান্তর ঘটাতে। তাই তাঁদের সম্মাননা জ্ঞাপনের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন নৈহাটিবাসী।

Developed by