Breaking
11 Apr 2025, Fri

প্রয়াত ‘নৈহাটির বিধান রায়’ চিকিৎসক হিরণ্ময়

এইকাল নিউজ:

Advertisement
চলে গেলেন নৈহাটির ‘পাঁচ টাকার ডাক্তারবাবু’ হিরণ্ময় ভট্টাচার্য। এলাকার অনেকেই তাঁকে ‘নৈহাটির বিধান রায়’ বলতেন। দুস্থ, গরিব মানুষের কাছে আক্ষরিক অর্থেই তিনি ভগবান ছিলেন। তাঁকেও কেড়ে নিল করোনা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর।

জনপ্রিয় চিকিৎসক হিরণ্ময় ভট্টাচার্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, শনিবার শ্বাসকষ্ট নিয়ে বেলঘরিয়ার এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। সোমবার রাতে এক ঘন্টার ব্যবধানে পর পর দু’বার তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

এলাকার এই জনপ্রিয় চিকিৎসকের মৃত্যুতে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, পুর প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, নৈহাটির বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ অধ্যাপক ড.রতনকুমার নন্দী-সহ বহু মানুষ শোক জ্ঞাপন করেছেন।জানা গিয়েছে এই কোভিড পরিস্থিতিতেও টানা রোগী দেখেছেন তিনি।১৯৭৮ সালে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করা প্রয়াত হিরন্ময়বাবু আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Developed by