Breaking
11 Apr 2025, Fri

ভূতবিজ্ঞান ও বাস্তুবিজ্ঞানে জনস্বার্থে কাজ করছেন মেঘা

এইকাল নিউজ:

বিশ্ববলয়ে এমন‌ কিছু অদ্ভুত ও বিরল ঘটনা ঘটে যার সঠিক ব্যাখ্যা করা যায় না। ভারতবর্ষের মত দেশে রয়েছে কুসংস্কারের অন্ধকারের স্তূপ। ভূতপ্রেতের এই কুসংস্কারের থেকে আত্মা তথা আত্মার উপস্হিতি এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে আধুনিক প্রজন্মের মেয়ে মেঘা সিনহা ‌। বিজ্ঞান সম্মত উপায়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তার এই প্রয়াস শুরু হয় গত ৬ বছর পর আগে। খুব ছোট বেলা থেকেই ভূত প্রেত, ভয় ভীতি এই অদৃশ্য কৌতুহলই তাকে প্যারানরম্যাল বিষয়ে আগ্রহী করে তোলে। শুধু তাতেই সীমিত থাকেননি তিনি।

প্যারানরম্যালের পাশাপাশি প্যারাসাইকোলজি র নানান বিষয়েও তার বিস্তর গবেষণা ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে মানুষের কাছে। সাধারন জীবন যাপনে বেড়ে ওঠা, শ্রম,মেধা অধ্যাবসায় দিয়ে একে একে মানুষের নানান সমস্যার সমাধানে পাশে থেকেছেন সঠিক তথ্য পৌঁছে দিতে। পেশায় একজন নবাগতা ব্যবসায়ী হয়েও নিরলস ভাবে কাজগুলো করে চলেছেন। কেবলমাত্র এই নেশার তাগিদেই ছুটে গেছেন এই বাঙলার তথা মহানগরের বিভিন্ন প্রান্তে। জনমানসের কাছে নিষ্কলুষ স্বচ্ছতা পৌঁছাতেই তার এই পথ চলা। আর এই কাজগুলো সম্ভব হয়েছে তার অনুধ্যান, বিষয় বিশ্লেষণ, বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে – যা কি না অদ্ভুত শব্দ, বিভিন্ন ছায়া, তাপমাত্রার তারতম্য, ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড ও আরও অন্যান্য অনেক বিষয়েও সঠিক ভাবে নির্ধারণ করতে সক্ষম। আশাকরি তার এই কীর্তি দেশ কালের গন্ডি ছাড়িয়ে পৌঁছে যাবে বিশ্বসমাজে। মেঘার এই অনলস চেষ্টার জন্য সাধুবাদ ও হার্দিক শুভেচ্ছা রইলো।

Developed by