এইকাল নিউজ:

কোভিড বিধি মেনেই করতে হবে দুর্গাপূজার আয়োজন। 21 সেপ্টেম্বর, রবিবার প্রাক দুর্গাপূজা সমন্বয় বৈঠকে এলাকার পুজো কমিটিগুলিকে একথা জানিয়ে দিল নৈহাটি পুলিশ-প্রশাসন।
এদিন সন্ধ্যায় নৈহাটি থানার উদ্যোগে ও নৈহাটি পুর-প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হল প্রাক দুর্গাপূজা সমন্বয় বৈঠক। নৈহাটি পুরসভার ঐকতান প্রেক্ষাগৃহে সামাজিক দূরত্ব বিধি মেনে এই বৈঠক অনুষ্ঠিত হল। নৈহাটি থানা এলাকার সমস্ত পুজো কমিটিকে এই সমন্বয় বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। সভার আহ্বায়ক ছিলেন নৈহাটি থানার আইসি ইন্সপেক্টর শুভ্রজিৎ মজুমদার। গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক-সাংবাদিক তথা ‘এইকাল’- এর সম্পাদক ও নৈহাটি সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের অন্যতম কর্মকর্তা শোভনলাল রাহা।

সমন্বয় বৈঠকের মধ্যমণি ছিলেন নৈহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ( আইপিএস)। উপস্থিত ছিলেন গরিফা আউটপোস্টের ওসি উত্তমকুমার সরকার, নৈহাটি থানার পিসি ইনচার্জ সমীর দাস। এছাড়াও বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৈহাটি পুরসভার মুখ্য প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, হালিশহরের মুখ্য প্রশাসক রাজু সাহানি। বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি জিআরপি, নৈহাটি আরপিএফ ও বিদ্যুৎ পর্ষদের আধিকারিকরা।