Breaking
11 Apr 2025, Fri

এইকাল নিউজ: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার করোনা আক্রান্ত রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত তাঁর বৃদ্ধা মা গায়েত্রী দেবীও। নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে মন্ত্রী শুভেন্দু অধিকারী আপাতত কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে সেলফ আইসোলেশনে রয়েছেন।

এর আগে শুভেন্দুর বড় দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং ভাইপো দেবদীপ অধিকারী করোনা আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অসুস্থতা না থাকলেও হাসপাতালে ভরতি ছিলেন তাঁরা। পরে সুস্থ হয়ে কলকাতার বাড়িতে ফিরে তাঁরা এখনও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর এবার একইসঙ্গে ফের করোনার কোপে অধিকারী পরিবারের আরও দুই সদস্য। ফলে গোটা পরিবারেই আতঙ্ক বেড়েছে। বিশেষ করে গায়েত্রীদেবীকে নিয়ে চিন্তায় পরিবার। তাঁর বয়স হয়েছে। পাশাপাশি সম্প্রতি একটি বড় অস্ত্রোপচার হয়েছে তাঁর। এছাড়াও রয়েছে স্থূলতাজনিত সমস্যা। একইসঙ্গে পরিবারের অশীতিপর সাংসদ শিশির অধিকারীকে নিয়েও চিন্তিত পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি ও পরিবারের অন্য সদস্যরা চিকিৎসকের নির্দেশে আইসোলেশনেই রয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে টেলিফোনে এইকালকে জানিয়েছেন। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে জানান। আর তারই মধ্যে ফের রাজ্যের গুরুত্বপূর্ণ আরও এক মন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে। যদিও এর আগে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের আরও দুই মন্ত্রী সুজিত বসু ও স্বপন দেবনাথ। তাঁরা দু’জনেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাঁদের মতোই জ্যোতিপ্রিয় ও শুভেন্দুও দ্রুত সুস্থ হয়ে ফের জনসেবায় ফিরবেন বলেই আশা প্রকাশ করেছেন শুভানুধ্যায়ীরা। এইকাল পরিবারের পক্ষ থেকেও তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

Developed by