Breaking
11 Apr 2025, Fri

সিপিএমের প্রতিবাদ মিছিল

এইকাল নিউজ: 25 শে মার্চ 31 টি সর্বভারতীয় কৃষক সংগঠনের মিলিত মোর্চা কিষান মজদুর সংঘর্ষ সমিতির আহবানে সারা দেশ জুড়ে প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি(মাঃ) হালিশহর এরিয়া কমিটির উদ্যোগে একটি স্লোগান মুখরিত লাল ঝান্ডা শোভিত দীর্ঘ জঙ্গি মিছিল হালিশহর বলিদাঘাটা থেকে শুরু করে বাগমোড় পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন বিষ্ণুপদ দাস, অসীম শীল, রবীন্দ্রনাথ মুখার্জী প্রমুখ নেতৃবৃন্দ। বাগের মোড়ে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আধঘন্টার জন্য পথ অবরোধ করা হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক গুলাব চৌহান।

সভায় বক্তব্য রাখেন গোপাল ভট্টাচার্য, দুলাল ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা সকলে আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করেন। কৃষকদের মৃত্যুর পরোয়ানা ঘোষিত হওয়া তিনটি দানবীর বিল পেশের দিন ২০ শে সেপটেম্বর সংসদীয় ইতিহাসে কালো দিন বলে চিহ্নিত হবে। সাম্রাজ্যবাদের দালাল, আমেরিকার সেবাদাস, বৃহৎ কর্পোরেটের মূল এজেন্ট ফ্যাসিবাদী কায়দায় এই বিল বলপূর্বক পার্লামেন্টে পাস করিয়ে নেন। অপরদিকে মোদি সরকারের পথ ধরে আগেই কৃষি ক্ষেত্রকে বৃহৎ বাণিজ্যের সামনে খুলে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। ইলেকট্রনিক ট্রেডিং লাইসেন্স চালু করে, কেন্দ্রীয় আইনেরই পদাঙ্ক অনুসরণ করেছে। এখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করার নাটক করছে।

Developed by