এইকাল নিউজ:
ওয়েব সিরিজ ‘ডিটেক্টিভ পিসি’ মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই। ব্যতিক্রমী এই ওয়েব সিরিজটি ইতিমধ্যেই বেশ চর্চায়। কিন্তু কেন? এইকাল এর এই প্রতিবেদনে তারই একঝলক।
ক্রাইম সিরিজ টি প্রযোজনা, পরিচালনা, মেকআপ প্রোডাকশন থেকে শুরু করে অভিনয়- সর্বত্রই মহিলা বিরাজমান।
পকেট স্টুডিওর প্রযোজনায় গোয়েন্দা সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্পিতা দাশগুপ্ত। ৪০ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি পুজোর ঠিক আগেই মুক্তি পাবে,’ খিড়কি’ নামক ওটিটি প্ল্যাটফর্মে। মোট পাঁচটি এপিসোডে বিভক্ত এই “ডিটেক্টিভ পিসি” ক্রাইম সিরিজটি। প্রথম যে গল্পটি মুক্তি পাবে সেটির টাইটেল হলো ‘চেকলিস্ট’ । ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী ( চরিত্রের নাম ডিটেক্টিভ পিসি ওরফে সানন্দা সান্যাল)। সানন্দা সান্যাল এর ভাইজি রিয়া সেনগুপ্ত হলেন ডিটেক্টিভ পিসির সহকারী, এবং এই চরিত্রে অভিনয় করেছেন অদ্রিজা রায়। মহিলা গোয়েন্দা ও তার এসিস্ট্যান্ট ছাড়াও ‘চেকলিস্ট’ ছবির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সুরজিৎ সামন্ত, অভিনয়ে বাংলা টেলিভিশন এর আরো একটি পরিচিত মুখ ঋজু বিশ্বাস। এই ডিটেক্টিভ সিরিজটি লেন্স বন্দী করেছেন সিনেমাটোগ্রাফার মণিদীপ সরকার।
সম্প্রতি কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় শুটিং হলো “ডিটেকটিভ পিসি” নামে ওয়েভ সিরিজের কিছু অংশ। তবে খবর সেটা নয় গল্পটা হলো এই যে, ক্রাইম সিরিজ টি প্রযোজনা, পরিচালনা, মেকআপ প্রোডাকশন থেকে শুরু করে অভিনয়- সর্বত্রই মহিলা বিরাজমান।
অর্পিতা দাশগুপ্তর এই ছবিটির প্রত্যেকটা বিভাগেই থাকছে নারীদের সক্রিয় অংশগ্রণ , যা নিঃসন্দেহে শর্ট ফ্লিমটিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে।
সিরিজটির পরবর্তী এপিসোড গুলোর প্রি -প্রোডাকশন এর কাজ সমান তালে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্পিতা। তার সহকারী সানন্দা বন্দ্যোপাধ্যায় সহ ছবির মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন এসিস্ট্যান্ট, এবং অন্যান্য টেকনিশিয়ানদের বেশিরভাগই মহিলা। এমনকি ছবির প্ৰটাগনিস্টও একজন এক নারী চরিত্র। স্বাভাবিক ভাবেই দুর্গা পূজার আগে, নারীশক্তির জয়জয়কার টলিউড জুড়ে। এখন দেখার অর্পিতা ডিটেক্টিভ সিরিজ দর্শক দের মনে কতটা দাগ কাটতে পারে।