Breaking
18 Apr 2025, Fri

মানবসেবায় নজির লাহিড়ী পরিবারের

এইকাল নিউজ:

Advertisement

মানবসেবায় টানা কাজ করে চলেছে লাহিড়ী পরিবার ওয়েল ফেয়ার ট্রাষ্ট। না, কোনও এনজিও নয়, মুখব‌ই বান্ধব সুত্র ধরে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি শিয়ালদহে মিলিত হয়েছিলেন ৬ জন । লাহিড়ি পরিবার নাম নিয়ে সেই পথ চলা শুরু । পদবী মাধ্যমে সম্প্রসারিত অর্থ সাহায্যকারী সদস্য বর্তমানে ১৫০। সামাজিক মাধ্যমে সদস্য ১২০০ । সংগঠনের মূল লক্ষ্য একে অন্যের পাশে থাকা । বৃদ্ধাশ্রম ও প্রবাসীদের থাকার ব্যবস্থা করা। সমাজ সেবায় নিয়োজিত হ‌ওয়ার ব্রত নিয়ে এই সংগঠন কাজ করে চলেছে নিরন্তর। কোভিড পরিস্থিতিতে আরও বেড়েছে কাজের গতি। আসলে মূল লক্ষ্যই তো মানবসেবা।

কলকাতায় কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় বাঘাযতীনে । সদস্য তাঁরাই হবেন যারা পদবীতে লাহিড়ী ও এককালীন ৫০০ ও মাসিক ৫০ টাকা করে চাঁদা দেবেন । এছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে আলাদা করে অর্থ সংগ্রহ করে।

পরিবারের সারা বছরের কর্মসূচির মধ্যে থাকে যেমন স্বাধীনতা দিবস পালন , রক্ত দান শিবির , বিজয়া সম্মেলন, বার্ষিক সাধারণ সভা, ডেঙ্গুর সময় নতুন মশারি, শীতে নতুন কম্বল, পুজোয় অনাথ আশ্রম বা কোনও গ্রামে গিয়ে নতুন জামাকাপড় তুলে দেওয়া, কোনও আপদকালীন প্রাকৃতিক দুর্যোগ, যেমন ফণি , আমফানে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ বিতরণ করা। এছাড়াও সারা বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিষ্কার ব্যবহৃত জামা কাপড় প্রদান করা, লাহিড়ী পদবীধারী দুস্থদের সন্ধান করে নিয়মিত ভাবে আর্থিক অনুদান প্রদান করা, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সদা তৎপর লাহিড়ী পরিবার।

লাহিড়ী পরিবারের মূল উদ্যোক্তা তথা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রদ্যুৎ লাহিড়ী জানান, আমাদের এই লাহিড়ী পরিবার রেজিস্ট্রার্ড, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্যান কার্ড আছে। সমস্ত হিসাব নিরপেক্ষ চাটার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা নিরিক্ষীত । নিয়ম-শৃঙ্খলাও সুনির্দিষ্ট করা আছে । ট্রাস্টি বোর্ডও সঞ্চালক মন্ডলী, উপদেষ্টা মন্ডলী দ্বারা পরিচালিত । বর্তমানে করোনা রিলিফ ফান্ড আলাদা করে গঠন করা হয়েছে ।

ছোট্ট চলার পথে ইতিমধ্যেই ভালো কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা মানপত্র , ট্রফি-সহ প্রশংসিত হয়েছে লাহিড়ী পরিবার। সমাজ সংস্কারে, সমৃদ্ধি আনতে দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ লাহিড়ী পরিবার ওয়েল ফেয়ার ট্রাস্ট ।

Developed by