এইকাল নিউজ:
সাড়ম্বরে অনুষ্ঠিত হল স্টার থিয়েটার, বেতার ও দূরদর্শন খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাপস চট্টোপধ্যায়ের বই প্রকাশ অনুষ্ঠান। ১১ অক্টোবর, রবিবার নৈহাটি পুরসভার সমরেশ বসু কক্ষে ‘যাত্রা পথে আনন্দ গান’ শীর্ষক এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পরেশ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক ড. আশিস মুখোপাধ্যায় প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করেন দিব্যেন্দু দেব। প্রকাশিত এই বইটিতে তাপসবাবুর অভিজ্ঞতালব্ধ ৭০ বছরের সঙ্গীত জীবনের বিভিন্ন ইতিহাস উঠে এসেছে।