এইকাল নিউজ:
একদা উত্তর 24 পরগণা জেলার তিন জেলা শাসক এখন রাজ্যে আমলাদের শীর্ষ পদে।
আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান মুখ্য সচিব রাজীব সিনহার স্থলাভিষিক্ত হলেন। গত 30 সেপ্টেম্বর রাজীব সিনহা অবসর গ্রহণ করেছেন। যদিও রাজ্য সরকার তাঁকে একেবারে ছেড়ে দিচ্ছেন না, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে রাজীব সিনহাকে। তিন বছরের জন্য তাঁকে এই পদ দেওয়া হয়েছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় 1987 সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার।তিনি এখন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন। রাজ্যের আরও এক আইএএস হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি দীর্ঘদিন রাজ্যের অর্থ সচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি এবার নয়া দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র সচিবের পদে উন্নীত হয়েছেন। অপর এক আইএএস মনোজ পন্থ যিনি বর্তমানে ভূমি ও ভূমি সংস্কার ও শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন গত 1 অক্টোবর থেকে তিনি নিযুক্ত হচ্ছেন রাজ্যের নয়া অর্থ সচিব।
কাকতলীয় হলেও এটা সত্যি যে রাজ্যের প্রশাসনিক পর্যায়ের প্রধান এই তিন আইএএস আধিকারিকই উত্তর ২৪ পরগনা জেলায় জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। এই তিন আমলার মধ্যে বোঝাপড়াও অসাধারণ।