Breaking
11 Apr 2025, Fri

ব্যতিক্রমী জনবিজ্ঞানকর্মী দীপককুমার দাঁ –একটি প্রয়োজনীয় গ্রন্থ, সময়ের দলিল

সুকুমার মিত্র

বিদেশি স্বীকৃতি ছাড়া বাঙালির কাছে যে কল্কে মেলে না তার প্রমাণ রয়েছে ভুরিভুরি। আমাদের দেশে স্বদেশবাসীদের কাছে থেকে কোন মানুষের যখন স্বীকৃতি মেলে, তখন আসল লোকটি থাকে সেসবের উর্ধে। নিন্দা, প্রশংসা, গালমন্দ কোনটাই তাঁর গায়ে লাগে না। যথার্থই সেই ট্র্যাডিশন ভাঙার লক্ষ্যে – ‘ব্যতিক্রমী জনবিজ্ঞানকর্মী দীপককুমার দাঁ’-এই গ্রন্থটি লিখে প্রকাশ দাস বিশ্বাস সামাজিক দায়িত্ববোধের সাক্ষ‌র রেখেছেন। দীপককুমার দাঁর সত্তরতম বর্ষে এই গ্রন্থটির নান্দীমুখ লিখেছেন সমর বাগচি। সমরবাবুর কথায়- ‘আজ প্রায় ৫০ বছরের উপর দীপকবাবুকে দেখছি। নানা কাজে বিড়লা বিজ্ঞান মিউজিয়ামে আসতেন। রাজ্য মৌমাছি পালক সম্মেলন ও গোবরডাঙা গবেষণা পরিষৎ স্থাপন তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।’ ন্যাশনাল লাইব্রেরির পর বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ ও পত্র-পত্রিকার সংগ্রহ রয়েছে গোবরডাঙা গবেষণা পরিষৎ-এ। এছাড়া অন্যান্য বিষয়ের বইয়ের সংগ্রহ অর্ধ লক্ষাঙধিক। গত এক দশকে বেশ কয়েকজন গবেষক নানা বিষয়ে পিএইচডি ও এমফিল করেছেন গোবরডাঙা গবেষণা পরিষৎ-এর সাহায্য নিয়ে। রাজনৈতিক ছত্রছায়ায় বিজ্ঞান আন্দোলনে বিশ্বাসী নন তিনি। ধর্ম ও কু-সংস্কার বিরোধী আন্দোলন, মানবাধিকার আন্দোলন, পরিবেশ আন্দোলন, জীব বৈচিত্র্য সংরক্ষ‌ণের কাজ সবেতেই রয়েছে তাঁর অসীম আগ্রহ। ব্যক্তিগত সম্পত্তি ও দীপককুমার দাঁ ও স্ত্রী রেখা দাঁর শিক্ষ‌কতা জীবন শেষে সমস্ত সঞ্চয় উজার করে বিশাল অট্টালিকা, প্রেক্ষা্গৃহ নির্মান করেছেন। বাড়ছে সংগ্রহ, বাড়ছে গবেষণা পরিষৎ-এর কক্ষে,র সংখ্যাও। পাশাপাশি একের পর এক মূল্যবান গ্রন্থ প্রকাশ করে চলেছেন। গবেষণা পরিষৎ-এর উদ্যোগে প্রায় প্রতি মাসে প্রতি সপ্তাহে নানা বিষয়ে আলোচনা সভা, গ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনের সমাবেশ উল্লেখযোগ্য। করোনা অতিমারি পর্বে ওয়েবনিয়ারে সেই সভার ধারাবাহিকতায় খুব একটা ছেদ পড়েনি বরং দূরদূরান্তের বন্ধুরাও সভায় সামিল হতে পারছেন। প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানুষের স্বার্থপরতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দীপকবাবু। করোনাজনিত লকডাউন পর্বে সাধ্যমত ত্রাণকাজে নিয়োজিত হয়েছেন তিনি। নিছকই চার দেওয়ালের মধ্যে বসে স্বার্থপর জীবন তিনি কাটান না। প্রতিনিয়ত সমাজের বা ব্যক্তি মানুষের সুখ, দুঃখের খবর রাখেন। তাঁর পরামর্শ ও করণীয় কাজটি দায়িত্ব সহ পালন করেন। লেখক প্রকাশ দাস বিশ্বাস ৮০ পাতার সুন্দর এই বইটিতে জন্ম ও বংশ পরিচয়, শিক্ষা্জীবন, কর্মজীবন, পারিবারিক জীবন, বিজ্ঞান ক্লাব আন্দোলনে, সামাজিক কর্মকাণ্ডে, লেখালেখির অঙ্গনে, গণিত চর্চার অঙ্গনে, গোবরডাঙা গবেষণা পরিষৎ ও দীপককুমার দাঁ, পত্রপত্রিকা সম্পাদনায় অধ্যায়গুলিতে তা লিপিবদ্ধ করেছেন। পরিশিষ্টে দীপককুমার দাঁর লেখা পুস্তক, সম্পাদিত পুস্তক, স্মারকপত্র, পুরষ্কার ও সম্মাননা, দীপককুমার দাঁ সম্পাদিত পত্রপত্রিকা ও বংশলতিকা সংযোজিত করেছেন। এই গ্রন্থটি সমকালীন সময়ে বিজ্ঞান আন্দোলনের বেশ কিছু ঘটনাবলী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। গ্রন্থটি গুণীজন মহলে প্রশংসিত হবে এই আশা করা যায়।
ব্যতিক্রমী জনবিজ্ঞানকর্মী দীপককুমার দাঁ
প্রকাশ দাস বিশ্বাস
গোবরডাঙা গবেষণা পরিষৎ
মূল্য- ১০০ টাকা
ফোন- ৯০৬৪৭৫৭৬৮৪

Advertisement
Developed by