এইকাল নিউজ: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও নয়াকৃষি বিলের বিরোধিতা 28 নভেম্বর ফ্রাইডেস ফর ফিউচার নৈহাটি শাখা ও এন.আই.এস.সি পক্ষ থেকে যৌথভাবে একটি আন্দোলন সভা আয়োজন করা হয়।এফ.এফ.এফ নৈহাটি শাখা ছাড়াও আরো দুই থেকে তিনটি বিজ্ঞান ও পরিবেশ সংস্থা এই দিন আন্দোলন সভায় যোগদান করে।ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মিলিয়ে প্রায় 20 থেকে 25 জন পোস্টার-ব্যানার সহ এই আন্দোলনে প্রতিবাদ জানায়।নৈহাটি পৌরসভার সামনে 3:30 থেকে প্রায় 6:00 পর্যন্ত এই আন্দোলন চলে।ছাত্র-শিক্ষক মিলিয়ে প্রায় 5 থেকে 6 জন পরিবেশ রক্ষার পক্ষে ও নয়া কৃষি বিলের বিরুদ্ধে বক্তব্য রাখেন।বক্তব্যর মাঝে মাঝে নয়াকৃষি বিলের বিরোধিতা শ্লোগানও ওঠে।এছাড়াও রং দিয়ে রাস্তায় কৃষি-কৃষক ও জলবায়ু বাঁচানোর কোথাও লেখা হয়।তাছাড়া বিভিন্ন স্থানে দেয়ালে পোস্টার মারা হয়।নয়াকৃষি বিল অবিলম্বে বাতিলের দাবি ওঠে এই আন্দোলনের মধ্য দিয়ে।