এইকাল নিউজ: সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত তিনটি থানার ওসি বদল হল। এই তিনটি থানা হল নৈহাটি, ব্যারাকপুর, ও খড়দহ।
নৈহাটি থানার বড়বাবু ছিলেন ইন্সপেক্টর শুভ্রজিৎ মজুমদার। তাঁর জায়গায় নতুন আইসি হলেন ইন্সপেক্টর অরূপপ্রসাদ ঘোষ। এর আগে ইন্সপেক্টর অরূপবাবু বিধাননগর পুলিশ কমিশনারেটে ছিলেন।
অন্যদিকে, ইন্সপেক্টর শুভ্রজিৎ মজুমদার হাওড়া জেলার সাঁতরাগাছির আইসি পদে বদলি হলেন।
ব্যারাকপুর থানায় দীর্ঘদিন ধরে বড়বাবু পদে ছিলেন দেবনাথ সাধুখা। তাঁর জায়গায় নতুন আইসি হলেন ইন্সপেক্টর শঙ্করনারায়ণ সাহা। ইন্সপেক্টর শঙ্করবাবু জয়নগরের সার্কেল ইন্সপেক্টর (সিআই) ছিলেন।
খড়দহ থানার নতুন আইসি হলেন সামসের আলি। তিনি এতদিন রানাঘাটের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। খড়দহ থানার বিদায়ী বড়বাবু সুজিত ভট্টাচার্য বাঁকুড়া জেলার সার্কেল ইন্সপেক্টর (সিআই) হিসাবে নিযুক্ত হলেন।
উল্লেখ্য, নৈহাটির প্রাক্তন আইসি ইন্সপেক্টর অনুপম চক্রবর্তী চুঁচুড়ার আইসি পদে নিযুক্ত হলেন।