Breaking
11 Apr 2025, Fri

১৬৮ তম হরপ্রসাদ জন্মজয়ন্তীতে বঙ্কিমভবনের অভিনব উদ্যোগ

এইকাল নিউজ:

Advertisement
প্রতি বছরের মতো এবছরও ৬ ডিসেম্বর, রবিবার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর জন্মজয়ন্তী পালিত হতে চলেছে নৈহটির বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রে। বিশ্বব্যাপী অতিমারী পরিস্থিতিতে সবরকম সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই এবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বঙ্কিমভবনের ডিরেক্টর অধ্যাপক রতনকুমার নন্দী।

বিকেল চারটেয় ভবনের সঞ্জীবচন্দ্র সভাগৃহে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ‘হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ’-র অন্যতম সম্পাদক অধ্যাপিকা সুমিত্রা বসু।
অনুষ্ঠানের শুরুতে বঙ্কিমভবনের গ্রন্থাগারে সংরক্ষিত মূল্যবান ও দুষ্প্রাপ্য পত্র-পত্রিকা ও সাময়িকপত্রগুলিকে একত্রিত করে একটি পৃথক কর্নারের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

এছাড়াও এদিন সকাল সাড়ে ন’টায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ নৈহাটি শাখা ও হরপ্রসাদ শাস্ত্রীর পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে আর একটি আলোচনাসভা। এই সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের সংগ্রহশালার কিউরেটর গৌতম সরকার।

Developed by