Breaking
11 Apr 2025, Fri

স্বস্তি! করোনা আবহে পরীক্ষা ছাড়াই পাশ ষষ্ঠ থেকে নবমে

এইকাল নিউজ:

Advertisement
করোনা আবহে স্বস্তি। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের এবছর আর পরীক্ষায় বসতে হবে না। বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে তাদের। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে না, সে কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। একাদশ শ্রেণির পড়ুয়ারাও বিনা পরীক্ষায় দ্বাদশে উত্তীর্ণ হয়েছে। এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও পর্ষদ একই সিদ্ধান্ত নিল।

বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ২০২০ শিক্ষাবর্ষে এই সিদ্ধান্ত। নির্দেশিকায় আরও জানানো হয়, স্কুল খুললে এবং পঠনপাঠন স্বাভাবিক ভাবে চালু হলে আগে পুরোনো ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শিক্ষক-শিক্ষিকাদের পড়াতে হবে। তারপর নতুন ক্লাসের সিলেবাস অনুযায়ী পঠনপাঠন শুরু করবে পড়ুয়ারা।

২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা এবং একাদশের পরীক্ষা হবে না বলে আগেই জানিয়েছিল পর্ষদ। এদিনের নির্দেশিকাতেও সেকথা উল্লেখ করা হয়। তবে সংশ্লিষ্ট স্কুলকে পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই কারণেই স্কুলগুলিকে এই অনুরোধ জানিয়েছে পর্ষদ।

করোনার জেরে চলতি বছর মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ক্লাসে বসে লেখাপড়া থেকে বঞ্চিত পড়ুয়ারা। অনলাইনে চলছে ক্লাস। তবে রাজ্য সরকার ফোনে পড়াশোনার ব্যবস্থা করলেও প্রত্যন্ত গ্রামের সব পড়ুয়া সেই সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম পরিস্থিতিতে এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Developed by