এইকাল নিউজ: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বাংলার রাজনীতি মুখোমুখি হতে চলেছে বহু প্রতীক্ষিত মুহূর্তের। তাঁকে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ভাবে অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর হাত ধরেই আজ মেদিনীপুর কলেজ মাঠের শাহি সভায় বাম-তৃণমূলের ঘর ভেঙে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন আরও একঝাঁক হেভিওয়েট।
সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন বারোজন তৃণমূল বিধায়ক ও সাংসদ। রয়েছেন শুভেন্দু অনুগামী বহু নেতা-কর্মী। বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য নাম শীলভদ্র দত্ত, বিধান উপাধ্যায়, বনশ্রী মাইতি, তাপসী মণ্ডল, অশোক দিন্দা, সুদীপ মুখোপাধ্যায়, সংসদ সুনীল মন্ডল, এবং প্রাক্তন সংসদ দসরথ তিরকে। এদিনই বিজেপিতে যোগ দেওয়ার কথা বেশ কিছু জেলা ও ব্লক সভাপতি এবং কাউন্সিলরদেরও। যার মধ্যে উল্লেখযোগ্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল ত্যাগী বারো জন কাউন্সিলর। সব মিলিয়ে এই হেভিওয়েটের
সংখ্যাটা প্রায় ৩০।
যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই জানিয়েছেন, নেতাদের দলত্যাগে কিছু যায় আসে না, কর্মীরাই দলের সম্পদ।