Breaking
11 Apr 2025, Fri

নৈহাটিতে যুব তৃণমূল নেতা সনৎকে গুলি! চাপানউতোর

সনৎ দে
Advertisement

এইকাল নিউজ: নৈহাটির যুব তৃণমূল নেতা সনৎ দে’কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় এলাকা। রবিবার রাতে তৃণমূল পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে টার্গেট করা হয় তাঁকে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আক্রান্ত তৃণমূল নেতা সনৎ দে বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ঢুকছিলাম। বাড়ির গলিতে ঢুকতেই গুলির আওয়াজ পেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাই। আমি বুঝতেই পারিনি, গুলি চালাবে। দেখে অবাক হই, অজয় ঘোষের ছেলে তণ্ময় ঘোষ হাতে রিভলবার নিয়ে গুলি চালাচ্ছে। দ্বিতীয় গুলিটা আমার ঠিক পাশ দিয়ে বেরিয়ে যায়। আমার সঙ্গে যে ছেলেরা ছিল, যারা আমায় বাড়ি পৌঁছতে গিয়েছিল, তারা তাড়া করতেই ছেলেটি সোজা তার নিজের ঘরে ঢুকে যায়। তারপর সে আর ঘর থেকে বেরোয়নি। সেখানে নৈহাটির অনেক ক্রিমিনাল মজুত ছিল।’ সনৎ দে আরও বলেন, ‘সবাই জানে এই সময় আমি বাড়ি ফিরি, তাই পূর্ব পরিকল্পিত ভাবে আমার ওপর হামলা চালানো হয়। আমি থানায় অভিযোগে বিজেপির উঠতি নেতা তন্ময় ঘোষের নাম জানিয়েছি।’

তিনি জানান, ‘২০১৯ সালের পর থেকে চারবার আমার বউ, ছেলে এবং আমার ওপর হামলা চালানো হয়। ২০১৯ এর ২৬ মে, আমার বউ ও ছেলেকে মারধর করে বিজেপির দুষ্কৃতীরা। তারপর আমার বাড়িতে বোমা মারা হয় জুন মাসের ১৬ তারিখে। ২৮ অক্টোবর আমার পার্টি অফিসে বোমা মারা হয়। আমি তখন বাড়ির জন্য রওনা হচ্ছিলাম, মোটর সাইকেলে ওঠা মাত্র বোমা মারে। আমার ব্যবসার অফিস লোকনাথ কনস্ট্রাকশন, সেখানে বোমা মারে। আমি সাহেব কলোনি মোড় পার করে যাচ্ছি, সেখানেও আমাকে লক্ষ্য করে বোমা মারা হয়। আগে চারবার বোমা মেরেছে।’ তাঁর আরও অভিযোগ, ‘গুলি চালানোর এক ঘণ্টা আগে ওরা বাড়ির সামনে প্রচণ্ড গালিগালাজ করে। বোনের বাড়িতে ইট মারে। বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়া পুরো ঘটনা আমি পোস্ট করেছি ফেসবুকে। আর তারপরেই এই হামলা।’ তিনি জানান, ‘আমার বাড়িতে ওই সময় কেউ ছিল না। তাই স্বাভাবিক কারণে ওরাও খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।’

দলীয় কর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘সনৎ দে নৈহাটির বুকে দিদির উন্নয়ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সেফ হোম থেকে শুরু করে দুয়ারে সরকার, সবকিছুতেই সনৎ দুর্দান্ত কাজ করছেন। তাঁকে থামিয়ে দেওয়ার জন্য বিজেপির দুষ্কৃতীরা এই কাজ করেছে।’ তাঁর হুঙ্কার, ‘দু-একজন দল বদল করেছেন বলে বিজেপি ধরাকে সরা জ্ঞান করছে। কিন্তু মনে রাখতে হবে, একটা দোকান থেকে কর্মচারী চলে গেলে সেই দোকানের কিছু আসে যায় না। নৈহাটির মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

এদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তণ্ময় ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিথ্যা অভিযোগ। উলটে তৃণমূলের দুষ্কৃতীরাই আমার দোকানে হামলা চালিয়েছে।’ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা নেতৃত্বও।

Developed by