Breaking
17 Apr 2025, Thu

কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা শুভেন্দুকে, একুশের মুখ নিয়ে জল্পনা তুঙ্গে

এইকাল নিউজ: একুশে বাংলায় বিজেপির মুখ কাকে করা হবে তা নিয়ে বিস্তর চর্চার মধ্যেই নতুন করে জল্পনা ছড়াল শুভেন্দু অধিকারীকে নিয়ে। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ককে একেবারে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করলেও তাঁকে বাংলার কৃষি ও শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জুট কর্পোরেশন অব ইন্ডিয়া (জেসিআই)-র চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছে কেন্দ্র। আর এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন, শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই বিজেপি যে বিধানসভা ভোটে বাংলা দখলের ছক সাজিয়েছে তা আরও একবার  স্পষ্ট বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

বিজেপি সূত্রে খবর, অমিত শাহের ইচ্ছাতেই বাংলার সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী এই দায়িত্ব পাচ্ছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক থেকে ইতিমধ্যে ফোন করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাঁর বায়োডাটাও সংগ্রহ করেছে কেন্দ্র। সম্ভবত ৪ জানুয়ারি তিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। শুধু তাই নয়, দলে যোগ দেওয়ার এক পক্ষকালের মধ্যেই হেস্টিংসের বিজেপি দফতরে শুভেন্দুর জন্য পৃথক ঘর বরাদ্দর নির্দেশ এসেছে দিল্লির কেন্দ্রীয় কার্যালয় থেকে। ওই অফিস ঘরে বসেই গোপন শলাপরামর্শ ও বৈঠক করবেন শুভেন্দু। আর তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব মিলিয়ে, এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কোনও নেতার জন্যই এমন বাড়তি গুরুত্ব ও সম্মান দেয়নি কেন্দ্রীয় বিজেপি।

আর এসব ঘটনা পরম্পরায় কার্যত নতুন ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। কারণ, দিলীপ ঘোষ বা বাবুল সুপ্রিয়রা  ছয় বছর ধরে দরবার করেও বাংলার জন্য একটি ক্যাবিনেট দফতর আদায় করতে পারেননি। কিন্তু মাত্র ১২দিন বিজেপিতে যোগ দিয়েই ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা, পৃথক অফিস পেয়ে গিয়েছেন জেড ক্যাটাগরির শুভেন্দু। স্বাভাবিক ভাবেই নতুন বছরের শুরুতেই জল্পনা বাড়িয়ে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তাহলে কি শুভেন্দুর চওড়া কাঁধে ভর করেই নীলবাড়ি দখলের ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন মোদি-শাহরা? একুশের বিধানসভা ভোটে বিজেপির ‘মুখ্যমন্ত্রী-মুখ’ কী নন্দীগ্রামের সেনাপতিই? যদিও শুভেন্দু সাফ জানিয়েছেন, কোনও পদের লোভে নয়, ভাইপোরাজের অবসানের লক্ষ্যেই তাঁর বিজেপিতে যোগদান। নতুন বছরের প্রথমদিন নন্দীগ্রামের সোনাচুড়ায় বিশাল জনসভা থেকেও তিনি আওয়াজ তুলেছেন, ‘তোলাবাজ ভাইপো হটাও’।

উল্লেখ্য, শুভেন্দু এর আগে রাজ্যে এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। সেই দুটি পদ ছাড়াও বিধায়ক পদ, তৃণমূল সদস্য পদ ও তিনটি দফতরের মন্ত্রিত্বে ইস্তফা দিয়েই গেরুয়া শিবিরে যোগ দেন শুভেন্দু। তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে, স্বয়ং নরেন্দ্র মোদি ও অমিত শাহর তরফে এমন নিশ্চিত আশ্বাস দেওয়া হয়েছিল। আর সেই আশ্বাস যে নেহাতই কথার কথা নয়, শুভেন্দুকে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে তা আরও একবার বুঝিয়ে দিলেন মোদি-শাহরা। কেন্দ্রের কোনও ক্যাবিনেট মন্ত্রী যেসব সুযোগ-সুবিধা পান, সে সমস্তই জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যানকে দেওয়া হয়। স্বভাবতই এবার থেকে রাজ্য তথা দেশের যে কোনও প্রান্তে প্রোটোকল মেনে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে। এমনকী দার্জিলিং থেকে সাগর, রাজ্য সরকারও সর্বত্রই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর সমান সম্মান দিতে বাধ্য থাকবে।

Developed by