Breaking
11 Apr 2025, Fri

সফল অ্যাঞ্জিওপ্লাস্টি, আপাতত বিপদমুক্ত সৌরভ

এইকাল নিউজ:

Advertisement
আপাতত বিপদমুক্ত সৌরভ গাঙ্গুলি। আপামর বাঙালি তথা সৌরভের সকল অনুরাগীদের কাছে এটাই সবথেকে স্বস্তির খবর যে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকলেও ভালো আছেন বাংলার দাদা তথা জেফ্রি বয়কটের প্রিন্স অব ক্যালকাটা।

এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজের চিকিৎসার খবর নিতে কলকাতায় একাধিক ফোন করেন তিনি। কথা বলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। সৌরভের দাদা স্নেহাশিসের সঙ্গেও কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

শনিবার জিমে আচমকাই বুকে ও পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। দুপুরে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দ্রুত তাঁর ইসিজি, ইকো কার্ডিওগ্রাফি এবং অ্যাঞ্জিওগ্রাম হয়। পাঁচজন হৃদরোগ বিশেষজ্ঞ নিয়ে মেডিক্যাল টিম তৈরি করে হাসপাতাল। রিপোর্ট পরীক্ষা করে মেডিক্যাল টিম জানায়, সৌরভের হৃদযন্ত্রের তিনটি ধমনীতে তিনটি পৃথক ব্লকেজ আছে। এর মধ্যে একটি ব্লকেজ খুবই বিপজ্জনক। এরপরই দ্রুত স্ত্রী ডোনা গাঙ্গুলি ও দাদা স্নেহাশিসের সঙ্গে আলোচনা সেরে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করেন ডা. সরোজ মণ্ডল। সন্ধ্যায় মেডিক্যাল টিম জানায়, বিপদ কেটে গিয়েছে মহারাজের।

উদ্বেগ প্রকাশ করে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। গেট ওয়েল সুন’।

পাশাপাশি সৌরভের দ্রুত আরোগ্য কামনায় মেতেছে গোটা রাজ্য। প্রিয় দাদার সুস্থতা কামনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে পুজো ও যজ্ঞের আয়োজন। রাজ্যের সকল সৌরভপ্রেমী মানুষের একটাই প্রার্থনা, দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তাঁরা বলছেন, বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলিকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দেখতে চাই। ফ্যান-ফলোয়াররা বলছেন, দাদা কোনোদিনও হারতে শেখেননি, দৃঢ় বিশ্বাস উনি ঠিক জয়ী হয়েই বাড়ি ফিরবেন।

Developed by