এইকাল নিউজ:
প্রতীক্ষার অবসান। বুধবার থেকে শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত কল্যাণী এইমস-এর আউটডোর পরিষেবা। ইনডোরের পরিকাঠামো তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। সব ঠিক থাকলে বিধানসভা ভোটের আগে, আগামী এপ্রিলেই সীমিত শয্যা নিয়ে চালু হয়ে যাবে ইনডোর পরিষেবাও।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত আউটডোরে বিশেষ কয়েকটি বিভাগের চিকিৎসা পরিষেবা মিলবে। ধীরে ধীরে বাড়ানো হবে পরিকাঠামো। আপাতত পরিষেবা নেওয়ার জন্য ০৩৩-২৯৫১-৬০০৫ এই নম্বরে ফোন করে রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন কল্যাণী এইমস কর্তৃপক্ষ।