এইকাল নিউজ: পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । পথ চলাচলে পথচারীদের বিভিন্ন নির্দাশিকা দেওয়ার সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজ করছে এই কমিশনারেটের পুলিশ। সোদপুরের ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র জানালেন বুধবার সোদপুর ট্রাফিক মোরে পুলিশ সিনিয়ার সিটিজেনসদের হাত ধরে রাস্তা পার করে দেন। শুধু তাই নয়, বয়স্ক পুরুষদের একটি করে ছাতা এবং মহিলাদের একটি করে হাত ব্যাগ উপহার দেন । পুলিশের ব্যাবহারে অত্যন্ত খুশি পথ চলতি মানুষ।