
এইকাল নিউজ:
সংগঠনের সদস্যদের পাশাপাশি,সদস্য নয়,পশ্চিমবঙ্গের এমনও সমস্ত প্রাইভেট ডেন্টাল শল্য চিকিৎসকদের টিকাকরণের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তাঁদের পাশে দাঁড়াল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও তার অন্তর্গত স্থানীয় শাখা। করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে দন্ত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। এবারও তার অন্যথা হয়নি। রোগী পরিষেবা দিতে গিয়ে করোনার বলি হয়েছেন অনেক প্রথিতযশা দন্তচিকিৎসক। কারণ, জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের মুখগহ্বরের ভিতরে কাজ করতে হয় দন্ত চিকিৎসকদের। সেই কথা মাথায় রেখে আইডিএ রাজ্য শাখার তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আবেদন করা হয় যাতে সমস্ত ডেন্টাল প্রাইভেট প্র্যাকটিশনারদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। আইডিএ-র সেই দাবি মেনে স্বাস্থ্য দফতর প্রাইভেট ডেন্টাল সার্জনদের নাম অন্তর্ভুক্তকরণের বিজ্ঞপ্তি জারি করে। আইডিএ রাজ্য শাখা ও স্থানীয় শাখার উদ্যোগে সমস্ত জেলার প্রাইভেট প্র্যাকটিশনাররা নিজেদের নাম নথিভুক্ত করান। তারপর বিভিন্ন জেলার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তা স্বাস্থ্য দফতরে নথিভুক্ত করান।প্রাইভেট প্রাকটিস করা ডেন্টাল সার্জনদের টিকাকরণ শুরু হয়েছে।
সংগঠনের রাজ্য সম্পাদক ড. রাজু বিশ্বাস বলেন, ‘আমরা সংগঠনের তরফে দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত ডেন্টাল সার্জনের নাম নথিভুক্ত করে তা স্বাস্থ্য দফতরে পাঠাচ্ছি। এর মধ্যে প্রায় ৩৫০০ জন রয়েছেন, যাঁরা সংগঠনের সদস্য নন। কিন্তু তাঁদেরও আমরা দ্বায়িত্ব নিয়েছি। এর মধ্যে অনেকেরই টিকাকরণ সম্পন্ন হয়ে গিয়েছে।’