এইকাল নিউজ:
আজ 7 ফেব্রুয়ারি 2021 তারিখে কলকাতার রবীন্দ্র সদন, নন্দন চত্বরে লিটল ম্যাগাজিন মেলার শেষ দিনে ক্ষেত্র গবেষক স্বপন কুমার দাসের ইতিবৃত্ত কুমারহট্ট হালিশহর গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। উল্লেখ্য 1995 সালে এই গ্রন্থটি প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল । দীর্ঘদিন নিঃশেষিত হওয়ার পরেও দ্বিতীয় সংস্করণ এর চাহিদা বাড়ছিল পাঠক ও বোদ্ধামহলে। শেষ পর্যন্ত এই বইটি দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা সম্ভব হল। প্রকাশ করা হলো লিটল্ ম্যাগাজিন মেলার একতারা মঞ্চ প্রাঙ্গণে। বইটির প্রকাশ করলেন বিষ্ণুপুর রাজবংশের গুণী সন্তান একাধিক পত্রিকা ও গ্রন্থের লেখক ও সম্পাদক সমীর বন্দোপাধ্যায়, লেখক এবং শিক্ষক বিজন চন্দ, বিশিষ্ট বাচিকশিল্পী পাপড়ি দাস এবং লেখক শিবসৌম্য বিশ্বাস। সকলেই গ্রন্থটির প্রশংসা করেন।