এইকাল নিউজ:
“নৈহাটি সন্নিধি” স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৭ ফেব্রুয়ারি, একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়,মোট ৩৬ জন রক্তদান করেন।ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তনুময় বসু । তিনি প্রাক্তন গোল রক্ষক,জাতীয় ফুটবল দল তথা সহ-সভাপতি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)।
সম্মানীয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , নৈহাটির পৌর প্রশাসক মন্ডলীর সদস্য ভজন মুখার্জী, অধ্যাপক ড.জসমীত সিং,ডাঃ নির্মাল্য ঘোষ। সমাজসেবী পরেশ নাথ সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব,গ্রূপ,সংগঠনের প্রতিনিধিবর্গ এবং সংস্থার অগণিত শুভানুধ্যায়ী ও সদস্য-সদস্যাবৃন্দ।
আগামীদিনে সামাজ উন্নয়নের বহুবিধ কর্মকান্ডে “নৈহাটি সন্নিধি” অংশগ্রহণ করবে বলে সংস্থার সভাপতি বরুন কুমার দে জানান।