বাম যুব কর্মীদের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল করল সিপিএমের হালিশহর এরিয়া কমিটি। কাজের দাবিতে বাম যুব কর্মীদের শান্তিপূর্ণ মিছিলের উপর ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে জলকামান, কাঁদানে গ্যাস ও নৃশংস লাঠিচার্জ করেছে, তাকে মিনি জালিয়ানওয়ালাবাগের অত্যাচারের সঙ্গে তুলনা করলেন সিপিএম নেতৃত্ব। ১২ ফেব্রুয়ারি, শুক্রবার হালিশহরের বলিদাঘাটা থেকে হাজিনগর চৌমাথা পর্যন্ত ধিক্কার মিছিল করেন সিপিএম নেতৃত্ব। মিছিলের পর সংক্ষিপ্ত পথসভায় পুলিশি অত্যাচারের নিন্দা করেন হালিশহর এরিয়া কমিটির সম্পাদক গুলাব চৌহান ও হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রবীন মুখোপাধ্যায়। এই দু-জন ছাড়াও মিছিলের পুরোভাগে ছিলেন হালিশহর এরিয়া কমিটির সদস্য গোপাল ভট্টাচার্য, অসীম শীল, বিষ্ণু দাস প্রমুখ।