Breaking
11 Apr 2025, Fri

নাচে-গানে জমজমাট যোধপুর পার্ক উৎসব

শোভনলাল রাহা, এইকাল নিউজ

Advertisement

কোভিড পরিস্থিতিতে এবছর যোধপুর পার্ক উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন উৎসব কমিটির সদস্যরা। কিন্তু শেষ পর্যন্ত উৎসব প্রেমী মানুষের দাবি মেনে হল সিদ্ধান্ত বদল। শুরু হল যোধপুর পার্ক উৎসব। তবে কোভিড পরিস্থিতিতে সার্বিক সংকটের কথা মাথায় রেখে ১০ দিনের পরিবর্তে এবার তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার অন্যতম সেরা এই উৎসবে।
১৬ ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় উৎসবের সূচনা করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উৎসবের উদ্বোধন করে শীর্ষেন্দু বললেন, ‘যোধপুর পার্ক উৎসব বাংলা তথা বাঙালির সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক।’ তাঁর কথায়, ‘শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, দুই বাংলার সংস্কৃতির বহমান দুই ধারার মিলনকেন্দ্রও হল যোধপুর পার্ক উৎসব। করোনা কালে আমরা যেমন অনেককে হারিয়েছি, তেমনই অনেক শিক্ষা এবং অভিজ্ঞতা হয়েছে আমাদের। এবছর কোভিডের ভয়ে যদি যোধপুর পার্ক উৎসব পুরোপুরি বন্ধ হয়ে যেত, তবে সংস্কৃতির শরীরে অঙ্গহানি ঘটত।’
উৎসব কমিটির সভাপতি, কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রতন দে জানিয়েছেন, ‘অন্যবার ১০ দিন ধরে উৎসব চলে। ওপার বাংলার প্রখ্যাত শিল্পীরা যেমন আসেন, তেমনই বলিউডের আশা ভোঁসলে, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, অভিজিৎরাও গান শুনিয়েছেন এই উৎসবে। কিন্তু এবার করোনার কারণে মাত্র তিন দিন উৎসব হচ্ছে। ফলে উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।’
উৎসবের বিভিন্ন দিনে অংশ নিচ্ছেন লোপামুদ্রা, রাঘব ও ইমনরা। ভিন্ন ঘরানার গান নিয়ে হাজির হয়েছেন দুই অধ্যাপিকা মহুয়া অধিকারী ও সংযুক্তা দাস, লোকগানে মৌসুমী দাস। যথারীতি ইয়ং জেনারেশনের দাবি মেনে এবারও মিস জোজোর মতো শিল্পীরা কোভিড বিধি মেনেই গান শোনাচ্ছেন। অংশ নিচ্ছেন সাহানা বক্সি, মৃণ্ময় কাঞ্জিলাল, আরফিন রানা, শোভন গাঙ্গুলি, গৌতম ঘোষ প্রমুখ। উদ্বোধনের সন্ধ্যায় শিশুশিল্পী মেঘাংশী দাসের নৃত্য দর্শক-শ্রোতাদের মন কাড়ে।


করোনা কালেই প্রয়াত হয়েছেন উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী। প্রয়াত হয়েছেন উৎসব কমিটির অন্যতম উপদেষ্টা বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় উৎসব শুরুর আগে দু-জনের স্মরণে নীরবতা পালন করে শোকপ্রকাশ করা হয়।
প্রতিবছর এই উৎসবের সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশের প্রখ্যাত গায়ক স্বপ্নীল সজীব ফোনে জানিয়েছেন, ‘এবছর যোধপুর পার্কে হাজির না হতে পারায় মনোকষ্ট কতখানি, তা কখনও সময়-সুযোগ হলে কলকাতায় পৌঁছে শ্রোতাদের বুঝিয়ে দেব।’ উল্লেখ্য, স্বপ্নীলের পাশাপাশি গত কয়েক বছরে এই উৎসবে প্রখ্যাত গায়ক আবদুল আলিম-কন্যা নুরজাহান, আঁখি আলমগীর, অনিমা রায়রা অংশ নিয়ে কলকাতাকে মুগ্ধ করেছেন।
উৎসব কমিটির যুগ্ম সম্পাদক কৃষ্ণকুমার দাস ও বিজয় দত্ত জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর অকৃপণ সাহায্যের হাত না বাড়ালে এই অতিমারির ভয়ানক পরিস্থিতিতে অনুষ্ঠান আয়োজন করা কঠিন হত।’

Developed by