Breaking
18 Apr 2025, Fri

বীজপুরে দুবারের বিধায়ক শুভ্রাংশুর উন্নয়নের সঙ্গেই লড়াই দুঃসময়ের দক্ষ দলনেতা সুবোধের

এইকাল নিউজ:

ভোট ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী বীজপুরে। শুক্রবার প্রত্যাশা মতোই বীজপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে সুবোধ অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। অন্যান্য বিরোধী দল এখনও প্রার্থী ঘোষণা না করলেও সুবোধ অধিকারীর মূল প্রতিদ্বন্দ্বী যে বীজপুরের দু-বারের বিধায়ক শুভ্রাংশু রায়ই হতে চলেছেন, তা অনেকটাই স্পষ্ট।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল-পুত্রর ওপরেই বিজেপি আস্থা রাখছে বলে সূত্রের খবর। যদিও প্রার্থী তালিকা প্রকাশের পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, আলিমুদ্দিন সূত্রে খবর, সংযুক্ত মোর্চার তরফে এই কেন্দ্রে প্রার্থী দেবে সিপিএম। আর সেই সম্ভাব্য প্রার্থী হলেন সিপিএম নেতা বাবলু রক্ষিতের পুত্র সুকান্ত রক্ষিত। তিনি পেশায় আইনজীবী। তবে ধারে-ভারে সম্ভাব্য এই সিপিএম প্রার্থী সুবোধ বা শুভ্রাংশুর কাছাকাছি পৌঁছতেই পারবেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের সিংহভাগই। ফলে বীজপুরে লড়াই মূলত দ্বিমুখী।

একদিকে তরুণ শুভ্রাংশুর শিক্ষিত-স্বচ্ছ ভাবমূর্তি, অন্যদিকে সুবোধ অধিকারীর ডাকাবুকো ইমেজ আর সাহসিকতার সঙ্গে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার দক্ষতা। ফলে এবারের বিধানসভা ভোটের লড়াইয়ে বীজপুর বাড়তি নজর কাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আবার যদি কোনো কারণে বিজেপি এই কেন্দ্রে অন্য কাউকে প্রার্থী করে, তাহলেও বিগত দিনে শুভ্রাংশুর এলাকায় ঢালাও উন্নয়ন পদ্ম শিবিরকে বাড়তি মাইলেজ দেবে, তা এককথায় মানছেন তাবড় রাজনৈতিক বিশ্লষকরা। তাঁদের মতে, বীজপুরে বিজেপির প্রার্থী যেই হোন, তৃণমূল প্রার্থীর মূল লড়াই কিন্তু শুভ্রাংশুর উন্নয়নের সঙ্গেই।

তবে প্রার্থী হিসাবে কম হেভিওয়েট নন তৃণমূলের সুবোধ অধিকারী। গত লোকসভা ভোটে ব্যারাকপুরে তৃণমূলের পরাজয়ের পর যখন শাসকদল বেকায়দায় পড়েছিল, সেই সময় সদ্য তৃণমূল শিবিরে যোগ দেওয়া সুবোধের চওড়া কাঁধে ভর দিয়েই বীজপুরে ফের ঘুরে দাঁড়িয়েছিল ঘাসফুলের সংগঠন। ফলে আগামী ২২ এপ্রিল হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বীজপুর।

Developed by