Breaking
18 Apr 2025, Fri

নৈহাটির ভোটযুদ্ধে পার্থ ভৌমিক বনাম রমেশ হালদার

এইকাল নিউজ:

নৈহাটিতে ভোটযুদ্ধ জমজমাট। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে যথারীতি প্রত্যাশা মতোই তৃণমূলের প্রার্থী হয়েছেন দু-বারের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। অন্যদিকে, এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হলেও সূত্রের খবর পদ্ম শিবিরের প্রার্থী হতে চলেছেন নৈহাটির দু-বারের প্রাক্তন পুরপ্রধান রমেশ হালদার। সংযুক্ত মোর্চার তরফে সিপিএম ইতিমধ্যেই প্রথম দু-দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেও নৈহাটিতে প্রার্থী কে হবেন, তা নিশ্চিত হয়নি। তবে আলিমুদ্দিন সূত্রে খবর নৈহাটিতে সিপিএমের প্রার্থী হতে চলেছেন রাজ্যের প্রয়াত প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা নৈহাটির তিনবারের প্রাক্তন বিধায়ক রঞ্জিত কুণ্ডুর কন্যা ইন্দ্রানী কুণ্ডু মুখার্জী। ইন্দ্রানী পেশায় স্কুল শিক্ষিকা। তিনি সিপিএমের মহিলা নেত্রী। তবে রাজনৈতিক মহলের বিশ্লেষণ, নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবারের মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। যুযুধান দুই শিবিরের প্রার্থীই পোড় খাওয়া রাজনীতিবিদ। একদিকে বিধায়ক পার্থ ভৌমিকের স্বচ্ছ ও সাংস্কৃতিক ভাবমূর্তি এবং অন্যদিকে রমেশ হালদারের পুরপ্রধান হিসাবে দক্ষ প্রশাসক হওয়ার ইমেজে তাই লড়াই জমবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পার্থ ভৌমিকের প্রচারের মূল হাতিয়ার উন্নয়ন। তাঁর বিধায়ক থাকাকালীন সময়ে নৈহাটি বিধানসভা এলাকার রাস্তাঘাট থেকে আলো, স্টেডিয়াম থেকে, মাতৃসদনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয়ত শিক্ষিত, স্বচ্ছ ও সাংস্কৃতিক ভাবমূর্তির কারনে এলাকার ডান বাম সমস্ত বুদ্ধিজীবী মহলেও পার্থ ভৌমিকের সুনাম রয়েছে। আর এই বিষয়টি তাঁর ভোট বৈতরণী পারের ক্ষেত্রে বাড়তি এডভান্টেজ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে বিজেপির সম্ভাব্য প্রার্থী রমেশ হালদারও দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ। রমেশ হালদার 1990 থেকে 1995 সাল পর্যন্ত নৈহাটি পুরসভার কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের পুরপ্রধান ছিলেন। সাফল্যের সঙ্গেই বামজমানায় পুরপ্রধানের দায়িত্ব সামলিয়েছেন তিনি। পরবর্তীকালে মুকুল রায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 2010 সালের পুরভোটে বামেদের নৈহাটি পুরবোর্ড হাতছাড়া হয়। তৃণমূল পরিচালিত পুরবোর্ডের উপপুরপ্রধান নিযুক্ত হন রমেশ হালদার। এর কয়েক বছরের মধ্যে পুরপ্রধান ধিলন সরকারের আকস্মিক মৃত্যুর পরে দ্বিতীয়বার পুরপ্রধানের দায়িত্ব নেন রমেশ হালদার। কয়েক বছর আগে ফের মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রমেশ বাবু।

ফলে নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবারের মূল লড়াই প্রাক্তন পুরপ্রধান বনাম বিধায়কের। হেবি ওয়েট এই দুই প্রার্থীর তুলনায় সিপিএম এর সম্ভাব্য প্রার্থী প্রাক্তন মন্ত্রী কন্যা রাজনীতিতে একেবারেই নবাগত। কাজেই সিপিএম তাদের ভোট কতটা ধরে রাখতে পারে সেটাই দেখার। তবে এই কেন্দ্রে মূল লড়াইটা যে পার্থ ভৌমিক বনাম রমেশ হালদারকে কেন্দ্র করেই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।

Developed by