Breaking
11 Apr 2025, Fri

ষড়যন্ত্র নয়! দুর্ঘটনাতেই আঘাত মমতার

এইকাল নিউজ: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার কোনও প্রমাণ মেলেনি। নিছক দুর্ঘটনাতেই আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী। জেলা পুলিশ, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট খতিয়ে দেখার পর একথা জানাল নির্বাচন কমিশন।
শনিবার রিপোর্ট দাখিল করেন রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ওই রিপোর্টে কোথাও হামলার কথা উল্লেখ করা হয়নি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, নিছক দুর্ঘটনা থেকেই আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই।
নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জনসংযোগে গিয়ে আহত হন তিনি। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। চোট লাগে কাঁধের নীচে, পিঠে ও কোমড়েও। মমতা এই ঘটনায় ষড়যন্ত্র করে তাঁকে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। আরও একধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নন্দীগ্রামে মমতাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু এদিন সেসব অভিযোগই ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
এর আগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে যে রিপোর্ট কমিশনে জমা দেওয়া হয়েছিল, তাতেও বলা হয়েছিল দরজা বন্ধ হয়ে যাওয়ার পরই আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। নবান্নের তরফেও কমিশনে প্রথম যে রিপোর্টটি দেওয়া হয়েছিল তাতেও হামলার কথা উল্লেখ করা ছিল না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Developed by