শোভনলাল রাহা, এইকাল নিউজ:
শনিবার সকালে নৈহাটি অরবিন্দ রোডের বড় মার মন্দিরে নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার পর্ব শুরু করে দিলেন। সঙ্গে নৈহাটি মন্ডল ১ এবং ২ এর কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র তৃণমূল কংগ্রেস কে দুর্নীতি পরায়ন সরকার বলে আখ্যা দেন। আর এক প্রশ্নের উত্তরে ফাল্গুনী জানান নৈহাটি বিধানসভার অধিবাসীরা যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য মায়ের মন্দিরে প্রার্থনা করার কথা। বিজেপি প্রার্থী বলেন গত 44 বছর এই রাজ্যের শিল্প তলানিতে। তোলাবাজদের সরকার মানুষ আর চাইছেন না।